Durga Pujo 2023 : দোরগোড়ায় দুর্গো‍‍ৎসব, আজই জেনে নিন মহাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র

Last Updated:

Durga Pujo 2023 : মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে অনেক সময় পুরোহিতের বলা মন্ত্র কানে আসে না। অথবা পুরোহিতের সঙ্গে তাল মেলানো সম্ভব হয় না অনেকের।

জেলায় দুর্গাপুজোর একটি মণ্ডপের প্রতিমা।
জেলায় দুর্গাপুজোর একটি মণ্ডপের প্রতিমা।
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : রাত পোহালেই মহালয়া। তারপরে শুরু হবে নবরাত্রি। যদিও বেশিরভাগ বাঙালির কাছে দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠীর বোধন থেকে। মহাষ্টমীর পুষ্পাঞ্জলি বাঙালির দুর্গাপুজোর অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে অনেক সময় পুরোহিতের বলা মন্ত্র কানে আসে না। অথবা পুরোহিতের সঙ্গে তাল মেলানো সম্ভব হয় না অনেকের। তাই আগে থেকেই জেনে রাখুন মহাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র।
যদিও প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, দুর্গা পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র নিয়ে দুটি মত রয়েছে। কেউ কেউ বলেন একটি মন্ত্রেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে পুষ্পাঞ্জলি দেওয়া যায়। আবার কেউ কেউ বলেন, দুর্গা পুজোয় দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তিথি অনুযায়ী রয়েছে মন্ত্র। অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে আলাদা আলাদা মন্ত্র রয়েছে। সেই নিয়মে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত। দ্বিতীয় নিয়মটিই বেশি প্রচলিত। অর্থাৎ মহাষ্টমীর পুষ্পাঞ্জলির জন্য রয়েছে বিশেষ মন্ত্র।
advertisement
এই বিষয়ে জ্যোতিষবিদ এবং পঞ্জিকা বিশেষজ্ঞ পরান ঠাকুর জানিয়েছেন, বাংলায় বেশিরভাগ ক্ষেত্রেই চার দিনে আলাদা আলাদা মন্ত্রে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পারিবারিক পুজোগুলির ক্ষেত্রেও এই নিয়মটি বেশিরভাগ ক্ষেত্রে মেনে চলা হয়। দুর্গা পুজো এবং কালী পুজোয় পারদর্শী পরানবাবু জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই অনেক পুরোহিত চন্ডীপাঠের মন্ত্র থেকে পুষ্পাঞ্জলি দেওয়াকে বেছে নেন। কিন্তু দুর্গা পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র রয়েছে কালিকাপুরাণ। চার দিনের ভিন্ন মন্ত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম মেনে চললে, নীচের লেখা মন্ত্রে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া উচিত বলে তিনি জানিয়েছেন।
advertisement
advertisement
আসুন জেনে নেওয়া যাক মহাষ্টমীর সেই পুষ্পাঞ্জলি মন্ত্র কী।
তিনি জানিয়েছেন দেহ সুদ আসমান এবং দেহশুদ্ধি মন্ত্রের পর পুষ্পাঞ্জলি দিতে হবে। প্রথমবার হাতে ফুল, বেলপাতা নিয়ে বলতে হবে –
১. নষঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালীনি।
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্ততে।।
মন্ত্র বলা শেষে এই ফুল দেবীর চরণে অর্পণ করতে হবে।
advertisement
দ্বিতীয়বার হাতে আবার নিতে হবে ফুল, বেলপাতা। দ্বিতীয়বারে ফুল, বেলপাতার সঙ্গে যদি শিউলি ফুল দেওয়া যায়, তাহলে খুব ভাল। দ্বিতীয়বার বলতে হবে এই মন্ত্র
২. সৃষ্টি-স্থিতি-বিনাশানাং শক্তিভূতে সনাতনি।
গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তু তে।।
এরপর সেই ফুল আবার দেবীর চরণে অর্পণ করতে হবে।
তৃতীয়বার আবার হাতে নিতে হবে ফুল, বেলপাতা। সঙ্গে যদি পদ্মফুল নেওয়া যায়, তাহলে খুব ভাল। এরপর বলতে হবে
advertisement
৩. শরণাগত – দীনার্ত্ত – পরিত্রাণ – পরায়ণে।
সর্ব্বস্যার্ত্তিহরে দেবী নারায়ণি নমোহস্তু তে।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী
কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।
এরপর এই পুষ্প অর্পণ করে দিতে হবে দেবীর কাছে। তারপর জোড়হাত করে দেবীকে প্রণাম করতে হবে।
দেবীর প্রণাম মন্ত্র : জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী
advertisement
কপালিনী। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্ত তে।।
সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে।।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Pujo 2023 : দোরগোড়ায় দুর্গো‍‍ৎসব, আজই জেনে নিন মহাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement