TRENDING:

North 24 Parganas News: সুন্দরবনকে বাঁচাতে পথে নামল বিজ্ঞান মঞ্চ, মঞ্চস্থ করল নাটক

Last Updated:

কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য দিনের পর দিন ধ্বংস হচ্ছে সুন্দরবন। কমছে জঙ্গল, জলের তলে তলিয়ে যাচ্ছে একের পর এক দ্বীপ। কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে সুন্দরবনের পশু-পাখি সহ বিভিন্ন প্রজাতির মাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: সুন্দরবনকে বাঁচাতে নাটক প্রদর্শনের মাধ্যমে সচেতনতা বিজ্ঞান মঞ্চের। বিপন্ন সুন্দরবন, বিপন্ন সুন্দরবনবাসী সহ মানবজীবন। ২১শে আগষ্ট কিংবা ১১ই ডিসেম্বর নয় সুন্দরবন দিবস হোক বছরের প্রতিটি দিন। কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য দিনের পর দিন ধ্বংস হচ্ছে সুন্দরবন। কমছে জঙ্গল, জলের তলে তলিয়ে যাচ্ছে একের পর এক দ্বীপ। কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে সুন্দরবনের পশু-পাখি সহ বিভিন্ন প্রজাতির মাছ। আয়লা-বুলবুল-ফনি-আমফান-ইয়াস ইত্যাদির মতো প্রবল ঝড় ও জলের তান্ডবের স্বাক্ষী আজ সুন্দরবনের প্রতিটি মানুষ।
advertisement

একের পর এক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সুন্দরবনের মানুষদের। অস্বাভাবিকভাবে সারা বছরের বিভিন্ন সময় বাজ পড়ে অসহায় অবস্থায় মরতে হচ্ছে শ’য়ে শ’য়ে মানুষকে। সুন্দরবনের বর্তমান জনসংখ্যা প্রায় ৪৫ লক্ষের উপর। জনস্রোতের এই বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। বাড়ছে বনের ওপর হস্তক্ষেপ, বন হাসিল করা, মাছের ও চিংড়ির ভেড়ি বানানো।

আরও পড়ুন ঃ ৫৮৯৫ মিটারের কিলিমাঞ্জারোর চূড়ায় ৩২ বছরের লক্ষ্মী! হাবড়ার মেয়ের আফ্রিকা জয়

advertisement

পরিসংখ্যান বলছে আগামী ২০৫০ সালের মধ্যে গড় তাপমাত্রা ১° সেন্টিগ্রেড থেকে  ২° সেন্টিগ্রেড বেড়ে যাওয়ার সম্ভাবনা। বন ধ্বংসের পাশাপাশি প্রতিনিয়ত বেড়ে চলেছে পলিব্যাগের ব্যবহার, পানীয় জলের অপচয়, শব্দ দূষণ বিধি না মানার মতো অসামাজিক কাজ। আগামী প্রজন্মের জন্য এগিয়ে আসছে এক ভয়ঙ্কর দিন।

View More

সুন্দরবন বাঁচলে বাঁচবে সুন্দরবনের ৫৪ টি দ্বীপের জনজীবন। বাঁচবে গ্রাম থেকে শহর। পরিবেশ ফিরে পাবে তার নব যৌবন। তাই সুন্দরবনকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দেওয়ার বার্তা নিয়ে এদিন বসিরহাটে সন্দেশখালি ন্যাজাটে মঞ্চস্থ হল নাটক যেখানে সুন্দরবনের দেবী বনবিবি সহ একাধিক দেবীর আরাধনার মাধ্যমে এই দিনটি বিশেষভাবে পালিত হলো।

advertisement

আরও পড়ুনঃ মোবাইলে ব্যস্ত নার্স! ‘চিকিৎসায় গাফিলতিতে’ মৃত্যু নাবালকের, অশোকনগরে তুলকালাম ঃ

নাটক “জলে জঙ্গলে রূপকথায়” উঠে এলো সুন্দরবনের জীবন জীবিকার কথা, জঙ্গল রক্ষার কথা। সুন্দরবনকে বাঁচানোর আহ্বান নিয়ে সুন্দরবনের সমাজকে সচেতনতার লক্ষ্যে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ-সম্পাদক সৌরভ চক্রবর্তী, উত্তর ২৪ পরগণা জেলা সহ-সম্পাদক প্রদীপ্ত সরকার সহ বিজ্ঞান মঞ্চের সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনকে বাঁচাতে পথে নামল বিজ্ঞান মঞ্চ, মঞ্চস্থ করল নাটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল