আরও পড়ুন: শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, অপরাধীদের মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মসের মূল দুই কান্ডারি সৌমিতা বন্দ্যোপাধ্যায় ও কিংশুক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলা এই নাট্যদল ইতিমধ্যেই তাঁদের বিভিন্ন উপস্থাপনার মধ্যে দিয়ে সাড়া ফেলে দিয়েছেন নাট্য জগতে। এবার তাদের নাটক ‘আসছে ভাগাড়’ পরিবেশিত হতে চলেছে কলকাতার গিরীশ মঞ্চে। নাটকের মঞ্চ অভিনব ভাবে সাজিয়ে, কলাকুশলীরা নাট্যকের মাধ্যমে সমাজের প্রতি তাঁদের অভিনব এই বার্তা ফুটিয়ে তুলতে চলেছেন।
advertisement
আরও পড়ুন: জমিতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ, বারুইপুরে কাকার সঙ্গে এ কী করলেন ভাইপো! শোকের ছায়া
ভাগাড়ের দুর্গন্ধতে অতিষ্ঠ হয়ে উঠলেও সমাজের হিংস্রতা মারামারি নীচ মনোভাবের জেরে আমাদের চারপাশের সমাজ যে ভাগাড়ে রূপান্তরিত হচ্ছে সেই চিত্রটাই মঞ্চে ফুটিয়ে তুলে মানুষকে বদলানোর বার্তা দিতে চলেছে এই নাট্যদল।
Rudra Narayan Roy