TRENDING:

North 24 Parganas News: মধ্যমগ্রাম থেকে শহর তিলোত্তমায় এবার ‘আসছে ভাগাড়’, সাড়া ফেলে দিল নাট্যদল

Last Updated:

North 24 Parganas News: কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মসের মূল দুই কান্ডারি সৌমিতা বন্দ্যোপাধ্যায় ও কিংশুক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলা এই নাট্যদল ইতিমধ্যেই তাঁদের বিভিন্ন উপস্থাপনার মধ্যে দিয়ে সাড়া ফেলে দিয়েছেন নাট্য জগতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: স্টেজের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা। প্রতিদিনের জমতে থাকা ময়লা যেন স্থান পেয়েছে ভাগাড়ের এই মঞ্চে। এমনকি রয়েছে মৃতদেহও। আর সেই ভাগাড়ের মঞ্চ থেকেই সমাজের উদ্দেশ্যে এক বার্তা ছুড়ে দিতে চাইছেন নাট্য শিল্পীরা। নাটক এক দিকে যেমন সমাজকে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, তেমনই জনচেতনাকে প্রবলভাবে প্রভাবিত করে থাকে। সমাজে প্রতি নিয়ত চারদিকে বেড়ে চলা হিংস্রতা হানাহানি লালসা প্রতিযোগিতার মধ্যে দিয়ে চললেও, ভাগাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সকলেই নাকে কাপড় দিয়ে থাকি। এভাবেই সমাজের নোংরা আবর্জনাকে আমরা দেখলেও, নিজেদের মনের ময়লাকে দূর করার বার্তা নিয়ে এবার মঞ্চে হাজির মধ্যমগ্রামের কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মস থিয়েটার দল। আর এবার সেই ভাগাড় নিয়েই তাঁরা পাড়ি দিচ্ছেন শহর তিলোত্তমায়।
advertisement

আরও পড়ুন: শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, অপরাধীদের মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মসের মূল দুই কান্ডারি সৌমিতা বন্দ্যোপাধ্যায় ও কিংশুক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলা এই নাট্যদল ইতিমধ্যেই তাঁদের বিভিন্ন উপস্থাপনার মধ্যে দিয়ে সাড়া ফেলে দিয়েছেন নাট্য জগতে। এবার তাদের নাটক ‘আসছে ভাগাড়’ পরিবেশিত হতে চলেছে কলকাতার গিরীশ মঞ্চে। নাটকের মঞ্চ অভিনব ভাবে সাজিয়ে, কলাকুশলীরা নাট্যকের মাধ্যমে সমাজের প্রতি তাঁদের অভিনব এই বার্তা ফুটিয়ে তুলতে চলেছেন।

advertisement

আরও পড়ুন: জমিতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ, বারুইপুরে কাকার সঙ্গে এ কী করলেন ভাইপো! শোকের ছায়া

View More

ভাগাড়ের দুর্গন্ধতে অতিষ্ঠ হয়ে উঠলেও সমাজের হিংস্রতা মারামারি নীচ মনোভাবের জেরে আমাদের চারপাশের সমাজ যে ভাগাড়ে রূপান্তরিত হচ্ছে সেই চিত্রটাই মঞ্চে ফুটিয়ে তুলে মানুষকে বদলানোর বার্তা দিতে চলেছে এই নাট্যদল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মধ্যমগ্রাম থেকে শহর তিলোত্তমায় এবার ‘আসছে ভাগাড়’, সাড়া ফেলে দিল নাট্যদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল