Jhargram News: শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, অপরাধীদের মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:RAJU SING
Last Updated:
Jhargram News: পুলিশ এই তথ্যগুলি সংগ্রহ করার পরেই ৭ নভেম্বর এক যুবককে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে এবং জানায় তার সঙ্গে ওই ঘটনায় জড়িত ছিল আরও একজন।
ঝাড়গ্রাম: দুই যুবককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। বুধবার ঝাড়গ্রামের অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট ও সেশন জজ এবং জজ স্পেশ্যাল কোর্ট পকসো, চিন্ময় চট্টোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। নায়াগ্রাম থানা এলাকার বাসিন্দা দুই যুবকে খুন ও ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি আদলত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে নিহত ওই শিশুকন্যার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
এই নৃশংস ও জঘন্যতম হত্যার ঘটনাটি ঘটেছিল ৪ নভেম্বর ২০২১ সালে, নায়াগ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওইদিন সকাল ১০টা থেকে পাঁচ বছরের শিশুকন্যা বাড়ি থেকে নিখোঁজ ছিল। ৫ নভেম্বর পরিবারের পক্ষ থেকে নয়াগ্রাম থানায় গ্রামেরই যুবকের বিরুদ্ধে অপহরণ করার অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি শিশুকন্যাকে নিয়ে গ্রামের একটি মুদি দোকানে যায়। সেখান থেকে চকোলেট এবং বিড়ি কেনে। তারপর সেখান থেকে আরও একজনের বাড়িতে গিয়ে তামাক খায়। এছাড়াও পুলিশ গ্রামের আরও কয়েক জনের সঙ্গে কথা বলে জানতে পারে অভিযুক্ত ওই শিশুকে সঙ্গে নিয়ে মাঠের দিকে যায়।
advertisement
advertisement
পুলিশ এই তথ্যগুলি সংগ্রহ করার পরেই ৭ নভেম্বর এক যুবককে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে এবং জানায় তার সঙ্গে ওই ঘটনায় জড়িত ছিল আরও একজন। পুলিশ এরপর তাকেও ওই দিন গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঘটনার দিন ওই যুবক আগের থেকেই গ্রামের জঙ্গল লাগোয়া জমিতে অপেক্ষা করছিল। মেয়েটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে সেখানে। এরপর দু’জনে মিলে তাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করে মৃতদেহ জমির পাশের আলে লুকিয়ে রাখে।
advertisement
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে উদ্ধার করে মৃতদেহটি। ম্যাজিস্ট্রেট পর্যায়ে ময়নাতদন্ত করানো হয়েছিল। ওই বছর ৩০ ডিসেম্বর পকসো আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ পর্ব শেষে বুধবার ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক।
আরও পড়ুন: শ্যুটে দৌড়ঝাঁপ, সিঁড়ি ভাঙার পরেই বুকে ব্যথা সৃজিতের! হার্ট চেকআপের পর কী জানালেন পরিচালক
advertisement
স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর পকসো কোর্ট শুভাশিস দ্বিবেদি সংবাদমাধ্যমের সামনে বলেছেন, ‘‘নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক। ১৮ ফেব্রুয়ারি ২০২২ আদালতে চার্জ গঠন হয়। ওই বছর ৬ জুন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চিকিৎসক, পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ মোট ৩০ জন সাক্ষ্য দেন। মঙ্গলবার অপরাধীদের দোষী সাব্যস্ত করে আদালত।’’
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, অপরাধীদের মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের