Srijit Mukherji: শ্যুটে দৌড়ঝাঁপ, সিঁড়ি ভাঙার পরেই বুকে ব্যথা সৃজিতের! হার্ট চেকআপের পর কী জানালেন পরিচালক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Srijit Mukherji: বাংলাদেশ থেকে সদ্যই কলকাতা ফিরেছেন সৃজিতের স্ত্রী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। স্বামীকে নিয়ে হাসপাতালে ছোটেন নায়িকা। সৃজিত নিউজ18 বাংলাকে জানালেন, এখন তাঁর শরীর ভাল আছে।
কলকাতা: হঠাৎ ট্যুইটার, ফেসবুকে পোস্ট। বুকে ব্যথার কারণে ছুটি নিতে বাধ্য হলেন সৃজিত মুখোপাধ্যায়। হার্ট চেকআপে গেলেন পরিচালক। তার পরেই চারদিকে হইহই। হঠাৎ কী হল সৃজিতের? চিন্তায় পড়ে গিয়েছিলেন ভক্তরা। নিউজ18 বাংলাকে নিজের স্বাস্থ্যে খবর দিলেন সৃজিত।
গত মাসে একটানা শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সৃজিত। তার পরেই কলকাতা ফিরে ‘দশম অবতার’ ছবির প্রি প্রোডাকশন শুরু করে ফেলেছেন পরিচালক। মধ্যপ্রদেশে শ্যুটে প্রবল দৌড়ঝাঁপ চলেছে, সিঁড়ি ভাঙতে হয়েছে বারবার। তার পরেই বার দুয়েক বুকে ব্যথা টের পেয়েছিলেন পরিচালক। তাই গতকাল, বুধবার চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কেন এই ব্যথা হচ্ছে বুঝতে পারছিলেন না পরিচালক।
advertisement
advertisement
বাংলাদেশ থেকে সদ্যই কলকাতা ফিরেছেন সৃজিতের স্ত্রী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। স্বামীকে নিয়ে হাসপাতালে ছোটেন নায়িকা। সৃজিত নিউজ18 বাংলাকে জানালেন, এখন তাঁর শরীর ভাল আছে। হাসপাতালে অ্যাঞ্জিওগ্রাম করানোর পর চিন্তামুক্ত হয়েছেন।
advertisement
পরিচালক হেসে বললেন, ‘‘ডাক্তার তো বললেন, আমার থেকে আপনার হার্টের অবস্থা ভাল। ব্লক নেই হার্টে। তবে খাওয়া দাওয়ায় একটু নিয়ম মানলে ভাল বলে জানিয়েছেন। রেড মিট খাওয়াটা একটু কমাতে বলেছেন। তবে কাজকর্মে কোনও রকম বিধিনিষেধ নেই। আলাদা করে হার্টের কোনও সমস্যার জন্য বুকে ব্যথা হয়নি।’’
বুধবার সকালে হঠাৎই টলিউড পরিচালক ট্যুইটার, ফেসবুকে লেখেন, ‘বাকি দিনের মতো আজও ভেবেছিলাম কাজে বেরোব। কিন্তু হৃদয় পরিবর্তন (চেঞ্জ অফ হার্ট)।’ শব্দখেলার মাধ্যমেই নিজের স্বাস্থ্যের কথা বলে দিলেন পরিচালক। সঙ্গে সঙ্গে চারদিকে হইহই পড়ে যায়। সারাদিন ধরে সৃজিত-ভক্তরা পরিচালকের ট্যুইটার ফেসবুকের ওয়ালে তাঁর সুস্বাস্থ্যের কামনা করেন।
advertisement
তার পর সন্ধ্যার পর সৃজিত নিজেই সকলকে আশ্বস্ত করেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার সুস্বাস্থ্যের জন্য এত চিন্তা করলেন সকলে, অনেক ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ট্যুইটার অ্যাকাউন্টের মতো নয় আমার হার্ট। কোনও ব্লক নেই।’ দ্বিতীয় পোস্টেও ঠাট্টা করতে ভোলেননি সৃজিত। নিজের স্বাস্থ্যের খবর দিয়ে নিজের সম্পর্কেই মস্করা করেন। সাহায্য নেন শব্দখেলার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 12:06 PM IST