Srijit Mukherji: ‘হার্টে ব্লক নেই আমার’, হঠাৎ বুকে ব্য়থা! হাসপাতালে সৃজিত, কী হল পরিচালকের

Last Updated:

Srijit Mukherji: দু’টি পোস্ট থেকে যা বোঝা গেল, সৃজিতের শরীর খারাপ হয় সকালে, বুকে ব্যথাও হয়। পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন পরিচালক। তবে ভক্তদের জন্য সুখবর।

‘হার্টে ব্লক নেই আমার’, হঠাৎ বুকে ব্য়থা! হাসপাতালে সৃজিত, কী হল পরিচালকের
‘হার্টে ব্লক নেই আমার’, হঠাৎ বুকে ব্য়থা! হাসপাতালে সৃজিত, কী হল পরিচালকের
কলকাতা: হঠাৎ হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়। বুধবার সকালে হঠাৎই টলিউড পরিচালক ট্যুইটার, ফেসবুকে লিখলেন, ‘বাকি দিনের মতো আজও ভেবেছিলাম কাজে বেরোব। কিন্তু হৃদয় পরিবর্তন (চেঞ্জ অফ হার্ট)।’ শব্দখেলার মাধ্যমেই নিজের স্বাস্থ্যের কথা বলে দিলেন পরিচালক। সঙ্গে সঙ্গে চারদিকে হইহই পড়ে গেল। সারাদিন ধরে সৃজিত-ভক্তরা পরিচালকের ট্যুইটার ফেসবুকের ওয়ালে তাঁর সুস্বাস্থ্যের কামনা করলেন।
তার পর সন্ধ্যার পর সৃজিত নিজেই সকলকে আশ্বস্ত করলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার সুস্বাস্থ্যের জন্য এত চিন্তা করলেন সকলে, অনেক ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ট্যুইটার অ্যাকাউন্টের মতো নয় আমার হার্ট। কোনও ব্লক নেই।’ দিনের দ্বিতীয় পোস্টেও ঠাট্টা করতে ভুললেন না সৃজিত। নিজের স্বাস্থ্যের খবর দিয়ে নিজের সম্পর্কেই মস্করা করলেন। সাহায্য নিলেন শব্দখেলার।
advertisement
advertisement
advertisement
দু’টি পোস্ট থেকে যা বোঝা গেল, সৃজিতের শরীর খারাপ হয় সকালে, বুকে ব্যথাও হয়। পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন পরিচালক। তবে ভক্তদের জন্য সুখবর। সৃজিতের হার্টে কোনও ব্লক পাওয়া যায়নি। চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন তিনি। তবে সৃজিতকে ফোন করে পাওয়া যায়নি। তাই ঠিক কী ঘটেছিল সকালে, তার স্পষ্ট উত্তর মেলেনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji: ‘হার্টে ব্লক নেই আমার’, হঠাৎ বুকে ব্য়থা! হাসপাতালে সৃজিত, কী হল পরিচালকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement