Srijit Mukherji: ‘হার্টে ব্লক নেই আমার’, হঠাৎ বুকে ব্য়থা! হাসপাতালে সৃজিত, কী হল পরিচালকের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Srijit Mukherji: দু’টি পোস্ট থেকে যা বোঝা গেল, সৃজিতের শরীর খারাপ হয় সকালে, বুকে ব্যথাও হয়। পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন পরিচালক। তবে ভক্তদের জন্য সুখবর।
কলকাতা: হঠাৎ হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়। বুধবার সকালে হঠাৎই টলিউড পরিচালক ট্যুইটার, ফেসবুকে লিখলেন, ‘বাকি দিনের মতো আজও ভেবেছিলাম কাজে বেরোব। কিন্তু হৃদয় পরিবর্তন (চেঞ্জ অফ হার্ট)।’ শব্দখেলার মাধ্যমেই নিজের স্বাস্থ্যের কথা বলে দিলেন পরিচালক। সঙ্গে সঙ্গে চারদিকে হইহই পড়ে গেল। সারাদিন ধরে সৃজিত-ভক্তরা পরিচালকের ট্যুইটার ফেসবুকের ওয়ালে তাঁর সুস্বাস্থ্যের কামনা করলেন।
তার পর সন্ধ্যার পর সৃজিত নিজেই সকলকে আশ্বস্ত করলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার সুস্বাস্থ্যের জন্য এত চিন্তা করলেন সকলে, অনেক ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ট্যুইটার অ্যাকাউন্টের মতো নয় আমার হার্ট। কোনও ব্লক নেই।’ দিনের দ্বিতীয় পোস্টেও ঠাট্টা করতে ভুললেন না সৃজিত। নিজের স্বাস্থ্যের খবর দিয়ে নিজের সম্পর্কেই মস্করা করলেন। সাহায্য নিলেন শব্দখেলার।
advertisement
advertisement
Thought will go for work today like every day but had a change of heart.
— Srijit Mukherji (@srijitspeaketh) June 28, 2023
Thank you all for the best wishes. The doctor said, unlike my FB account or Twitter handle, my heart is free of any blocks😉
— Srijit Mukherji (@srijitspeaketh) June 28, 2023
advertisement
দু’টি পোস্ট থেকে যা বোঝা গেল, সৃজিতের শরীর খারাপ হয় সকালে, বুকে ব্যথাও হয়। পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন পরিচালক। তবে ভক্তদের জন্য সুখবর। সৃজিতের হার্টে কোনও ব্লক পাওয়া যায়নি। চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন তিনি। তবে সৃজিতকে ফোন করে পাওয়া যায়নি। তাই ঠিক কী ঘটেছিল সকালে, তার স্পষ্ট উত্তর মেলেনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 9:32 PM IST