TRENDING:

Barasat Hospital Case: বারাসত হাসপাতাল বিতর্কের পরই বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের, আর হয়রানির শিকার হতে হবে না রোগী ও রোগী-পরিজনদের 

Last Updated:

Barasat Hospital Case: বারাসাত হাসপাতাল বিতর্কের পরই বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের, আর হয়রানির শিকার হতে হবে না রোগী ও রোগী-পরিজনদের! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: দিন কয়েক আগেই বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের চোখ নিখোঁজ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর, পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই হাসপাতালের বিরুদ্ধে মৃতদেহের চক্ষু চুরির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে স্বাস্থ্য দফতরের দেওয়া তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে জানায়, মৃতদেহের চোখ ইঁদুর জাতীয় প্রাণী খেয়ে নিয়েছে। সেই রিপোর্ট ঘিরে চলতে থাকা আলোচনার মাঝেই এবার হাসপাতালের পরিষেবা উন্নতিতে সরব হল কর্তৃপক্ষ।
বারাসাত হাসপাতাল
বারাসাত হাসপাতাল
advertisement

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমএসভিপি অভিজিৎ সাহা জানান, রোগী ও তাদের পরিবার দ্রুত এবং অসুবিধাহীন পরিষেবা পান এটাই এখন হাসপাতালের মূল লক্ষ্য। তাঁর বক্তব্য, বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীরা আসেন পরিষেবা পেতে। আর তা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন – Sasuri and Bouma: বারাসত কাণ্ডে চাকরি শাশুড়ির, সঙ্গে সঙ্গে বউমার সঙ্গে সম্পর্কে ফাটল! ১৯ দিনের শিশুকে নিয়ে নিরাপত্তাহীনতায় স্ত্রী

advertisement

তিনি আরও বলেন, হাসপাতালে পরিষেবা গ্রহণের সময় কারও কোনও সমস্যা হলে বা কোনও অভিযোগ থাকলে তা সরাসরি তাঁর কাছে জানাতে পারেন। অভিযোগ পেলেই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। এই উদ্যোগের ফলে পরিষেবা কতটা উন্নত হয় এবং সমস্যা সমাধানে কতটা গতি আসে, এখন সেদিকেই নজর সচেতন নাগরিকদের।

চোখ নিখোঁজ সহ হাসপাতালের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরবর্তীতে, এই পদক্ষেপকে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। এখন দেখার, বাস্তবে তা কতটা কার্যকরী হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুটবল মাঠে নজর কাড়ছে জঙ্গল মহলের শিখা সরেন!
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Hospital Case: বারাসত হাসপাতাল বিতর্কের পরই বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের, আর হয়রানির শিকার হতে হবে না রোগী ও রোগী-পরিজনদের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল