Sasuri and Bouma: বারাসত কাণ্ডে চাকরি শাশুড়ির, সঙ্গে সঙ্গে বউমার সঙ্গে সম্পর্কে ফাটল! ১৯ দিনের শিশুকে নিয়ে নিরাপত্তাহীনতায় স্ত্রী

Last Updated:

Sasuri and Bouma: বারাসত কাণ্ডে চাকরি মিলতেই শাশুড়ি-বৌমার সঙ্গে সম্পর্কে ফাটল! নিরাপত্তাহীনতায় স্ত্রী

মৃত যুবকের স্ত্রী
মৃত যুবকের স্ত্রী
উত্তর ২৪ পরগনা: বারাসত মেডিকেল কলেজে মৃত যুবকের চোখ উধাও হওয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই মৃতের পরিবারে দেখা দিল নতুন সংকট! মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত প্রীতম ঘোষের মা-কে ভূমি রাজস্ব দফতরে চাকরি দেওয়া হলেও এবার সামনে এল শাশুড়ি–বউমার বিবাদ। অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই বউমা কেয়া ঘোষ ও তার ১৯ দিনের শিশুকে প্রায় এক ঘরে করে দেওয়া হয়েছে।
মৃত প্রীতমের স্ত্রী কেয়ার অভিযোগ, চাকরি পেলেন শাশুড়ি, কিন্তু আমার শিশুর ভবিষ্যতের কথা কেউ ভাবল না। অভিযোগ আরও, শাশুড়ি নাকি তাকে ঘরে প্রবেশে বাধা দিচ্ছেন, এমনকি নিজের আলমারি ব্যবহার করতেও দিচ্ছেন না। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা অনুভব করে প্রশাসনের দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কেয়া। এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও জানাচ্ছেন কাতর আবেদন।
advertisement
advertisement
প্রসঙ্গত, চোখ নিখোঁজ বিতর্কের জেরে উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানোর পরই মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। তার পরিপ্রেক্ষিতেই মৃতের মা চাকরি পান। কিন্তু কেয়ার দাবি, মুখ্যমন্ত্রীর কাছে ভুল তথ্য পৌঁছেছিল।
advertisement
তাঁর অভিযোগ- তাঁর ও তাঁর নবজাতকের কথা কেউ প্রশাসনকে জানায়নি। মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তথ্য পৌঁছে যাক, তারা যেন নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা পায় সেই বিষয়টি দেখুন এখন এমনই দাবি কেয়ার। ইতিমধ্যেই শাশুড়ি চাকরিতে যোগ দিয়েছেন। ১৯ দিনের শিশুকে নিয়ে চরম অসহায় অবস্থায় কাটছে এই মায়ের দিন। সদ্য স্বামী হারা এই স্ত্রী সন্তানের আদৌও কি দায়ভার নেবে শাশুড়ি এখন এটাই হয়ে উঠছে বড় প্রশ্ন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sasuri and Bouma: বারাসত কাণ্ডে চাকরি শাশুড়ির, সঙ্গে সঙ্গে বউমার সঙ্গে সম্পর্কে ফাটল! ১৯ দিনের শিশুকে নিয়ে নিরাপত্তাহীনতায় স্ত্রী
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement