Mini Vrindavan In Kolkata: বৃন্দাবনের মাধুর্যে মাতুন কলকাতাতে বসেই, দক্ষিণেশ্বরের কাছেই নতুন তীর্থস্থান, যাবেন কী করে-রইল সুলুকসন্ধান

Last Updated:
Mini Vrindavan In Kolkata: দক্ষিণেশ্বরের কাছেই আছে কলকাতার এই মিনি বৃন্দাবন, প্রতিদিন হয় বহু মানুষের সমাগম
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দক্ষিণেশ্বরে এখন নতুন আকর্ষণ এই ‘মিনি বৃন্দাবন’। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের পাশাপাশি এখন জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণেশ্বরের ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি আশ্রম। আর সেই আশ্রমই যেন হয়ে উঠেছে কলকাতার নতুন তীর্থভূমি
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দক্ষিণেশ্বরে এখন নতুন আকর্ষণ এই ‘মিনি বৃন্দাবন’। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের পাশাপাশি এখন জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণেশ্বরের ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি আশ্রম। আর সেই আশ্রমই যেন হয়ে উঠেছে কলকাতার নতুন তীর্থভূমি
advertisement
2/6
প্রতিদিনই ভিড় বাড়ছে আশ্রম প্রাঙ্গণে। শ্রীকৃষ্ণের লীলা থেকে শুরু করে নানা দেবদেবীর মনোরম মূর্তি- সব মিলিয়ে এই আশ্রম এখন দর্শনার্থীদের কাছে কলকাতার এক আকর্ষণীয় ‘মিনি বৃন্দাবন’ হয়ে উঠেছে
প্রতিদিনই ভিড় বাড়ছে আশ্রম প্রাঙ্গণে। শ্রীকৃষ্ণের লীলা থেকে শুরু করে নানা দেবদেবীর মনোরম মূর্তি- সব মিলিয়ে এই আশ্রম এখন দর্শনার্থীদের কাছে কলকাতার এক আকর্ষণীয় ‘মিনি বৃন্দাবন’ হয়ে উঠেছে
advertisement
3/6
আশ্রমে পা রাখা মাত্রই নজর কাড়ছে রাধাকৃষ্ণের লীলা-মঞ্চ, গোবর্দ্ধনধারী কৃষ্ণের জীবন্ত ভাস্কর্য এবং নানা পৌরাণিক চরিত্রের সূক্ষ্ম কারুকার্য। রঙিন আলোকসজ্জা, ফুলের সাজ এবং সুরেলা ভজন-কীর্তনের আবহ মিলিয়ে জায়গাটি যেন হয়ে উঠেছে আধ্যাত্মিক শান্তির এক আলাদা কেন্দ্র
আশ্রমে পা রাখা মাত্রই নজর কাড়ছে রাধাকৃষ্ণের লীলা-মঞ্চ, গোবর্দ্ধনধারী কৃষ্ণের জীবন্ত ভাস্কর্য এবং নানা পৌরাণিক চরিত্রের সূক্ষ্ম কারুকার্য। রঙিন আলোকসজ্জা, ফুলের সাজ এবং সুরেলা ভজন-কীর্তনের আবহ মিলিয়ে জায়গাটি যেন হয়ে উঠেছে আধ্যাত্মিক শান্তির এক আলাদা কেন্দ্র
advertisement
4/6
আশ্রম কর্তৃপক্ষের দাবি, শহরের মানুষ আধ্যাত্মিক পরিবেশ খুঁজছেন বলেই এখানে দিন দিন ভিড় বাড়ছে। শুধু ভক্ত নন, বহু সাধারণ দর্শনার্থীও এখন এই সাজসজ্জা এবং মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন
আশ্রম কর্তৃপক্ষের দাবি, শহরের মানুষ আধ্যাত্মিক পরিবেশ খুঁজছেন বলেই এখানে দিন দিন ভিড় বাড়ছে। শুধু ভক্ত নন, বহু সাধারণ দর্শনার্থীও এখন এই সাজসজ্জা এবং মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন
advertisement
5/6
স্থানীয়দের মতে, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এখন অনেকেই এই আশ্রমে ঢুঁ মারছেন। অনেকের মতেই, এ যেন একবারে বৃন্দাবনের স্বাদ মিলছে আশ্রমে আসলেই। আশ্রমের এই বদলে যাওয়া রূপে খুশি আশেপাশের ব্যবসায়ীরাও। দর্শনার্থীর ভিড় বাড়ায় দোকানপাটেও লাভ বাড়ছে বলে জানিয়েছেন অনেকে
স্থানীয়দের মতে, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এখন অনেকেই এই আশ্রমে ঢুঁ মারছেন। অনেকের মতেই, এ যেন একবারে বৃন্দাবনের স্বাদ মিলছে আশ্রমে আসলেই। আশ্রমের এই বদলে যাওয়া রূপে খুশি আশেপাশের ব্যবসায়ীরাও। দর্শনার্থীর ভিড় বাড়ায় দোকানপাটেও লাভ বাড়ছে বলে জানিয়েছেন অনেকে
advertisement
6/6
সব মিলিয়ে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি আশ্রম এখন দক্ষিণেশ্বরের নতুন পর্যটন কেন্দ্র। ভক্তদের মতে- শহরের বুকেই যেন তৈরি হয়েছে এক টুকরো বৃন্দাবন
সব মিলিয়ে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি আশ্রম এখন দক্ষিণেশ্বরের নতুন পর্যটন কেন্দ্র। ভক্তদের মতে- শহরের বুকেই যেন তৈরি হয়েছে এক টুকরো বৃন্দাবন
advertisement
advertisement
advertisement