রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে হাবড়া হাসপাতালের সুপারের ঘরে এই বৈঠক বসে। হাবড়া পুরসভার পক্ষ থেকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয় হাসপাতালের হাতে। সুপারের পক্ষ থেকে জানানো হয়, সিজন চেঞ্জ হওয়ার জন্যই এই ধরনের জ্বর হচ্ছে। তাই হাসপাতালে ভিড় হচ্ছে। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস।
advertisement
আরও পড়ুন: সীমান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর বিশেষ জোর
এই বৈঠক প্রসঙ্গে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা জানান, মন্ত্রীর নির্দেশে হাসপাতালের সাথে জরুরি বৈঠক হয়েছে। তিনিও প্যানিক ছড়াতে বারণ করেন। পরামর্শ দেন, অভিভাবকরা সন্তানের দিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খেয়াল রাখুন। বাড়াবাড়ি হলে বাড়িতে না রেখে সোজা হাসপাতালে নিয়ে চলে আসতে বলেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 9:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অ্যাডিনোর সঙ্গে যুঝতে হাসপাতালকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দান হাবড়া পুরসভার





