North 24 Parganas News: সীমান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর বিশেষ জোর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
'গ্রামের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে কয়েকটি গ্রামের কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর কয়েক হাজার মহিলাদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়। মূলত হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলাদের নিজেদের পায়ে দাঁড়ানোর উপযুক্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে।
উত্তর ২৪ পরগনা: সীমান্তবর্তী এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে 'গ্রামের স্বপ্ন'প্রকল্প নিয়ে এগিয়ে এল জেলা প্রশাসন। এর জন্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়ার শাকচূড়া সীমান্ত এলাকার মহিলাদের এক জায়গায় করে স্বনির্ভর গোষ্ঠী তৈরির কাজ শুরু হল।
বসিরহাট-১ ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের উদ্যোগে 'গ্রামের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে কয়েকটি গ্রামের কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর কয়েক হাজার মহিলাদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়। মূলত হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলাদের নিজেদের পায়ে দাঁড়ানোর উপযুক্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে।
বসিরহাট ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে সীমান্ত এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির উন্নতি ঘটে। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরই আবার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মরণব্যাধির মত ছড়িয়ে পড়া নারী পাচার রোধের কাজেও ব্যবহার করছে প্রশাসন।
advertisement
advertisement
আরও পড়ুন: নির্বিঘ্নেই শেষ হল জেলার মাধ্যমিক পরীক্ষা
গ্রামের স্বপ্ন প্রকল্পের বিষয়ে বসিরহাট-১ ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য বলেন, জেলার মধ্যে বসিরহাট-১ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীগুলি যথেষ্ট তৎপর। চলতি আর্থিক বর্ষে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩৮৫ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার। এখনও পর্যন্ত প্রায় ৮৫০ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। আরও নতুন গোষ্ঠী তৈরির কাজ চলছে। আশা করছি লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়া যাবে।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 9:22 PM IST