এদিন সকাল থেকে মাইক বেধে স্বাধীনতা দিবস পালন করেন। সারা দিন ধরে চলে বিভিন্ন খেলাধুলার পর্ব। এরপর গভীর রাত পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রের মেন গেট বন্ধ করে গানবাজনা সহ পিকনিকের আসর বসায় ক্লাব সদস্যরা, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দারদের। গাইঘাটার স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সুজন গাইন বলেন, যদিও এখনো অব্দি কোন লিখিত অভিযোগ আমার কাছে আসেনি।
advertisement
আরও পড়ুনঃ ঐতিহ্যের দর্শন থেকে বঞ্চিত পর্যটকরা! সমস্যায় স্থানীয় ব্যবসায়ীরাও
তবে বিষয়টি শুনে, তদন্তের জন্য আমি এক মেডিক্যাল অফিসারকে জানিয়েছি। এমন ঘটনা ঘটলে থানায় অভিযোগ করার কথাও জানিয়ে দিয়েছি। গাইঘাটা বিধানসভার তৃণমূলের কনভেনার রাজ কুমার মিত্র বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মাইক বাজিয়ে পিকনিকের আসর বসানো উচিৎ না।
আরও পড়ুনঃ নতুন জেলা ইছামতি, পুরনো বনগাঁর নাম নিয়ে দ্বিধাবিভক্ত এলাকাবাসী!
তবে কে বা কারা করেছে তা আমরা দলগত ভাবে দেখছি। ক্লাব সদস্য রাজু মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, সকালে বৃষ্টির কারণে উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে স্বাধীনতা দিবস পালন করছিল ক্লাবের সদস্যরা। সন্ধ্যার সময় এলাকার শিশুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মাইক বাজানো হয়নি। যদিও এই গোটা বিষয়টি নিয়ে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও।
Rudra Narayan Roy