TRENDING:

Dev at Dakshineswar Temple: ছবি মুক্তির দিন দক্ষিণেশ্বরে দেব! পুজো দিলেন, বললেন, 'সব ভাল হোক'

Last Updated:

Dev at Dakshineswar Temple: দেবের দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নতুন ছবি মুক্তির দিনই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন দেব। পুজো দেওয়ার পাশাপাশি শিবের মাথায় জল ঢেলে ব্যোমকেশের সাফল্য কামনা করতেও দেখা যায় তাঁকে। নীল পাঞ্জাবিতে এ দিন টলিউডের সুপারস্টারকে দেখে  উত্তেজিত হয়ে ওঠেন মন্দিরে পুজো দিতে আসা দেবের ভক্তরা। অভিনেতাকে  সামনে দেখে মুহূর্তকে ক্যামেরাবন্দি করতেও দেখা যায় অনেককে। মন্দিরের সামনে গাড়ি থেকে নেমে হেঁটেই মন্দিররে প্রবেশ করেন অভিনেতা। গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই দাঁড়িয়ে পুজো দিতে দেখা যায় দেবকে। মা কালীর পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবিও তোলেন অভিনেতা। পরে সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি আপলোড করে দেব লিখেছেন, ‘সবার ভালো হোক।’
advertisement

তবে দেবের দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তারকা বলে গর্ভগৃহে ঢুকে ঠাকুরের সঙ্গে ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছে। অথচ সাধারণ মানুষ উপোস করে রোদে লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দিতে গেলেও,বহু ক্ষেত্রে দেখা যায় মন্দির কর্তৃপক্ষ মাতৃমুর্তিকে ঠিক করে দেখার সময়টুকুও দেন না। তা নিয়ে  অভিযোগ তুলছেন ভক্তরা। শুধু তাই নয় সাধারণ ভক্তদের জন্য যেখানে করা নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মোবাইল ফোন নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ, সেই জায়গায় দাঁড়িয়ে ফোনে ছবি তোলা প্রসঙ্গে কটাক্ষ করতেও ছাড়েনি নেটিজেনরা।

advertisement

View More

আরও পড়ুন: তাঁর ছেড়ে দেওয়া চরিত্র করে বলিউডে সফল টোটা! ‘সবচেয়ে বড় আফসোস’, অকপট শাশ্বত

আরও পড়ুন: ছাব্বিশ বছর পর বক্স অফিসে ফের মুখোমুখি অক্ষয়-সানি! শেষ হাসিটা হাসবেন কে?

বিষয়টি নিয়ে মন্দির কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দেব ভক্তরা কিন্তু নিন্দুকদের এই সকল অভিযোগ উড়িয়ে দিয়ে এখন ডুবেছে দেবকে ব্যোমকেশ চরিত্রে নতুন সিনেমায় দেখার উৎসাহ নিয়ে। এ দিন দেবের পুজো ঘিরে কিছু সময়ের জন্য সাধারণ ভক্তদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হলেও, পরবর্তীতে স্বাভাবিকভাবেই পূজো দিতে পেরেছেন দক্ষিণেশ্বর মন্দিরে আগত ভক্তরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Dev at Dakshineswar Temple: ছবি মুক্তির দিন দক্ষিণেশ্বরে দেব! পুজো দিলেন, বললেন, 'সব ভাল হোক'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল