তবে দেবের দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তারকা বলে গর্ভগৃহে ঢুকে ঠাকুরের সঙ্গে ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছে। অথচ সাধারণ মানুষ উপোস করে রোদে লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দিতে গেলেও,বহু ক্ষেত্রে দেখা যায় মন্দির কর্তৃপক্ষ মাতৃমুর্তিকে ঠিক করে দেখার সময়টুকুও দেন না। তা নিয়ে অভিযোগ তুলছেন ভক্তরা। শুধু তাই নয় সাধারণ ভক্তদের জন্য যেখানে করা নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মোবাইল ফোন নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ, সেই জায়গায় দাঁড়িয়ে ফোনে ছবি তোলা প্রসঙ্গে কটাক্ষ করতেও ছাড়েনি নেটিজেনরা।
advertisement
আরও পড়ুন: তাঁর ছেড়ে দেওয়া চরিত্র করে বলিউডে সফল টোটা! ‘সবচেয়ে বড় আফসোস’, অকপট শাশ্বত
আরও পড়ুন: ছাব্বিশ বছর পর বক্স অফিসে ফের মুখোমুখি অক্ষয়-সানি! শেষ হাসিটা হাসবেন কে?
বিষয়টি নিয়ে মন্দির কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দেব ভক্তরা কিন্তু নিন্দুকদের এই সকল অভিযোগ উড়িয়ে দিয়ে এখন ডুবেছে দেবকে ব্যোমকেশ চরিত্রে নতুন সিনেমায় দেখার উৎসাহ নিয়ে। এ দিন দেবের পুজো ঘিরে কিছু সময়ের জন্য সাধারণ ভক্তদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হলেও, পরবর্তীতে স্বাভাবিকভাবেই পূজো দিতে পেরেছেন দক্ষিণেশ্বর মন্দিরে আগত ভক্তরা।
রুদ্র নারায়ণ রায়