TRENDING:

Cyclone Mocha || North 24 Parganas News: প্রবল বেগে ধেয়ে আসছে মোকা! সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা

Last Updated:

সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা, নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ মাইকিং প্রচার। ঘূর্ণিঝড় মোকার সতর্কবার্তা, সরে জমিনে সুন্দরবন এলাকার বিভিন্ন নদীবাঁধে প্রশাসনিক কর্তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা, নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ মাইকিং প্রচার। ঘূর্ণিঝড় মোকার সতর্কবার্তা, সরে জমিনে সুন্দরবন এলাকার বিভিন্ন নদীবাঁধে প্রশাসনিক কর্তারা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট ও কালিনগরের বেতনী-বিদ্যাধরী নদীবাঁধ পরিদর্শনে যান সন্দেশখালি-১ ব্লকের বিডিও সুপ্রতিম আচার্য ও সেচ দফতরের আধিকারিকরা।
মোকার আগে মাইকিং
মোকার আগে মাইকিং
advertisement

ইতিমধ্যে রাজ্য সরকার উদ্যোগে মোকা ঘূর্ণিঝড় নিয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা গুলোতে মাইকিং প্রচার করছে। সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাসনাবাদ যেসব জায়গায় দুর্বল নদীবাঁধ আছে সেগুলো দ্রুত মেরামতির করার নির্দেশিকা জারি হয়েছে। দিবারাত্র বাঁধ পরিদর্শনে স্থানীয় পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

advertisement

অন্যদিকে ত্রাণ শিবির ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সচল করা হয়েছে, স্বাস্থ্য কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে মোকার সর্তকতায় বসিরহাটের বিভিন্ন ব্লকে প্রশাসনিক কর্তারা সকাল থেকে বিপর্যয়ের আগে নির্দেশিকা জারি করেছেন।

View More

আরও পড়ুন: সল্টলেকে ছাদ থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর! আসলে লুকিয়ে বিরাট রহস্য? তদন্তে পুলিশ

advertisement

এদিন নদী বাঁধের পাড়ে যেসব গ্রামগুলো রয়েছে সেইসব বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, নিরাপত্তা স্থানে যাতে যান সেই রকম নির্দেশ দেন। পাশাপাশি পর্যাপ্ত খাবার ও ত্রাণের ব্যবস্থার আশ্বাস দেন। বিগত দিনের বিপর্যয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, যাতে কোনো রকম ভাবে বড়সড় বিপর্যয় না করতে পারে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Cyclone Mocha || North 24 Parganas News: প্রবল বেগে ধেয়ে আসছে মোকা! সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল