পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভঙ্কর ভৌমিক নামে ওই যুবক আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘ দিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের অনুমান। অভিযুক্তের সঙ্গে আরও বড় কোনও চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে সে এই অস্ত্র নিয়ে আসত এবং কোথায় বিক্রি করত, তা জানার করার চেষ্টা করছে পুলিশ। তার কাছে আরও কোনও অস্ত্র আছে কি না এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খোঁজার চেষ্টা চলছে। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানোর আর্জি জানানো হবে।
advertisement
আরও পড়ুন- বাড়ির ভিতে ৪০০ কেজি-র সিন্দুক! রাজস্ব দফতর তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ
আরও পড়ুন - রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’, সেদিন থেকেই সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন
পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে তাকে নিয়ে তল্লাশি চালাতে চায় বেলঘরিয়া থানার পুলিশ। আদালত কত দিন তাকে পুলিশ হেফাজত দেয়, সেটাই এখন দেখার। ব্যারাকপুর পুলিশ কমিশনারের এলাকায় মাঝেমধ্যেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। কয়েকদিন আগে খড়দহ থানা এরকমই একটি অস্ত্র উদ্ধার করেছিল। পুলিশ মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় নাকা চেকিং করে। ধৃত যুবক কারও কাছে এই আগ্নেয়াস্ত্রটি বিক্রি করতে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
অরুণ ঘোষ