TRENDING:

Crime News: 'টাকা দ্বিগুণ করে দেব!' মহিলার কথায় বিশ্বাস করে এখন মাথায় হাত গৃহকর্ত্রীর

Last Updated:

Crime News: জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজী পল্লি এলাকার বাসিন্দা ঝর্ণা মন্ডলের বাড়িতে আসেন এক মহিলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সমস্যা দূর করতে এসে মন্ত্র পরে টাকা-সোনার গয়না হাতিয়ে চম্পট। অবশেষে শ্রীঘরে নদীয়ার এক মহিলা। জানা গিয়েছে, জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজী পল্লি এলাকার বাসিন্দা ঝর্ণা মন্ডলের বাড়িতে আসেন এক মহিলা। ঝুঁড়িতে সাপ নিয়ে নিজেকে বেদিনী দাবি করে। ঝর্ণা দেবীর সমস্ত সমস্যার সমাধান করে দেবেন বলে দাবি করে ওই মহিলা। পাশাপাশি ঝর্ণা মণ্ডলের বাড়ির সম্পত্তি দ্বিগুন করার প্রলোভন দেয় ওই মহিলা।
প্রতারিত মহিলা
প্রতারিত মহিলা
advertisement

ওই মহিলা দাবি করেছিলেন, মন্ত্র পরলে সমস্ত সমস্যার হবে সমাধান। সোনার অলংকার ও টাকা-পয়সা বাড়বে। এই প্রলোভনে পা দিয়ে ঝর্ণা দেবী আলমারি থেকে নগদ ১৫ হাজার টাকা-সহ সোনার চেন কানের দুল-সহ কিছু গহনা বের করে আনেন। ওই মহিলা এরপরে সেই টাকা এবং গয়না একটি ওড়নায় জড়িয়ে আলমারিতে রেখে দিতে বলে। সেই কথা মতো ঝর্না দেবী আলমারিতে রেখে দেন।

advertisement

খানিকক্ষণ পর ওই মহিলা চলে যাওয়ার কয়েকঘন্টা বাদে ঝর্ণা দেবী আলমারি খুলতেই তাঁর মাথায় হাত পড়ে যায়। দেখেন টাকার বদলে কাগজপত্র এবং সোনার গয়নার বদলে ইমিটেশনের গহনা পরে রয়েছে। এরপরই থানার দ্বারস্থ হন ঝর্ণা দেবী। ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ নদীয়ার চাকদহ পাঁচপোতা থেকে হাজরা বিবি শেখ নামে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

advertisement

View More

আরও পড়ুন, কাটতে চলেছে খারাপ সময়! অগাস্টেই তৈরি ‘বিরল’ যোগ, ভাগ্যবদল হবে এই ৩ রাশির 

আরও পড়ুন, ১-২টো নয়, শরীরে রয়েছে ৫০০টি পা! বিরল এই প্রাণী ঘিরে হইচই কাণ্ড

এভাবেই বিভিন্ন জায়গায় লোক ঠকিয়ে প্রতারণা করে টাকা-সোনার গয়না হাতিয়ে নিত মহিলা। আরও কোথায় কোথায় এ ধরনের ঘটনা সে ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: 'টাকা দ্বিগুণ করে দেব!' মহিলার কথায় বিশ্বাস করে এখন মাথায় হাত গৃহকর্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল