Mysterious Creature: ১-২টো নয়, শরীরে রয়েছে ৫০০টি পা! বিরল এই প্রাণী ঘিরে হইচই কাণ্ড
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Mysterious Creature: এই প্রাণীটিকে আগে কখনও ধরা সম্ভব হয়নি বলে দাবি করা হচ্ছে। এখন এই প্রাণীটিকে ঘিরে একের পর এক রহস্য সামনে আসছে
লস অ্যাঞ্জেলেস: বিজ্ঞানীরা লস অ্যাঞ্জেলেসের একটি ব্যস্ত এলাকায় সেন্টিপিডের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছিলেন। কিন্তু এই প্রাণীটিকে দেখে হতবাক হয়ে গিয়েছেন তাঁরা। কারণ এই প্রাণীটিকে আগে কখনও ধরা সম্ভব হয়নি বলে দাবি করা হচ্ছে। এখন এই প্রাণীটিকে ঘিরে একের পর এক রহস্য সামনে আসছে।
বিশেষজ্ঞরা লস অ্যাঞ্জেলেসের একটি কফি শপের নীচে থেকে এই নতুন প্রজাতিগুলি খুঁজে পেয়েছেন। এর নাম লস অ্যাঞ্জেলেস থ্রেড মিলিপ্যাড। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েকজন পরিবেশবিদ এই প্রাণীটিকে খুঁজে পেয়েছেন। দলটি এই প্রাণীটির ডিএনএ সিকোয়েন্সিং করেছিল। তাঁরা নিশ্চিত যে এটি একটি নতুন প্রজাতি।
advertisement
এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, এই সেন্টিপিডের দৈর্ঘ্য একটি পেপারক্লিপের মতো। কিন্তু এটি একটি পেন্সিলের ডগা মত পাতলা। এর চেহারা যেমন স্বচ্ছ, আকৃতি তেমনই জেলি ফিশের মতো। এই প্রাণীটির দৈর্ঘ্য চার ইঞ্চি। বিশেষজ্ঞদের দাবি, এই প্রাণীটিও সম্পূর্ণ অন্ধ। সবচেয়ে অবাক হলো এর পা দেখে। প্রাণীটির একটি-দুটি পা নয়, অন্তত পাঁচশটি পা রয়েছে।
advertisement
যখন এই সেন্টিপিডটিকে একটি মাইক্রোস্কোপের নীচে রাখা হয়েছিল, তখন এর পাগুলি হলিউডের কোনও দানবের মতো দেখাচ্ছিল। বহুদিন ধরেই এই প্রাণীটির খোঁজ চলছিল। অনেক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এই আবিষ্কারের সঙ্গে জড়িত ছিলেন। ওই বিশেষজ্ঞ দলের এক সদস্য বলেন, “এই ধরনের আবিষ্কার সাধারণত ঘন বনে ঘটে। কিন্তু এটা খুবই আশ্চর্যজনক যে আমরা যে এলাকায় বাস করি সেখানে এই ধরনের প্রাণী লুকিয়ে আছে, আমরা তা টেরও পাই না।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 6:03 PM IST