উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতরে আয়োজিত সর্বদলীয় বৈঠকে বিরোধীরা অভিযোগ করে, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করালে ২০১৮ সালে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল তা ফের ফিরে আসবে রাজ্যে। সিপিএমের অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন জামা না দেওয়ার জন্য পুলিশ হুমকি দিচ্ছে।
আরও পড়ুন: ভোট ঘোষণা হতেই অসম সীমান্তে কড়া নজরদারি
advertisement
এদিকে বৈঠক শেষে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য না করে জেলাশাসকের দফতর থেকে জানানো হয়, মূলত পঞ্চায়েত ভোটের নোটিফিকেশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচনী আচরনবিধি সংক্রান্ত যে গাইডলাইন আছে তা প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে খবর, সর্বদলীয় বৈঠকে বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলাশাসক জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোথাও বাধা দেওয়া হলে বিষয়টি তিনি নিজে খতিয়ে দেখবেন। পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা করার নির্দেশও দেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলায় মোট বুথের সংখ্যা ৪৫৩২। গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৪৫৩৫টি, পঞ্চায়েত সমিতির ৫৯৩ ও জেলা পরিষদের ৬৬ টা আসলে নির্বাচন হবে।
রুদ্রনারায়ণ রায়