TRENDING:

Panchayat Election 2023: মনোনয়ন জমা দিতে ভয় দেখাচ্ছে পুলিশ! সর্বদলীয় বৈঠকে বিস্ফোরক অভিযোগ সিপিএমের

Last Updated:

সিপিএমের অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন জামা না দেওয়ার জন্য পুলিশ হুমকি দিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে বারাসতে সর্বদলীয় বৈঠক করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। শাসক দল তৃণমূলের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী বিজেপি, কংগ্রেস, সিপিএমের প্রতিনিধিরা। বৈঠকে বিরোধীদের তরফ থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট প্রক্রিয়া পরিচালনার দাবি তোলা হয়।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতরে আয়োজিত সর্বদলীয় বৈঠকে বিরোধীরা অভিযোগ করে, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করালে ২০১৮ সালে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল তা ফের ফিরে আসবে রাজ্যে। সিপিএমের অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন জামা না দেওয়ার জন্য পুলিশ হুমকি দিচ্ছে।

আরও পড়ুন: ভোট ঘোষণা হতেই অসম সীমান্তে কড়া নজরদারি

advertisement

এদিকে বৈঠক শেষে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে কোন‌ও মন্তব্য না করে জেলাশাসকের দফতর থেকে জানানো হয়, মূলত পঞ্চায়েত ভোটের নোটিফিকেশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচনী আচরনবিধি সংক্রান্ত যে গাইডলাইন আছে তা প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয়।

View More

advertisement

প্রশাসন সূত্রে খবর, সর্বদলীয় বৈঠকে বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলাশাসক জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোথাও বাধা দেওয়া হলে বিষয়টি তিনি নিজে খতিয়ে দেখবেন। পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা করার নির্দেশও দেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলায় মোট বুথের সংখ্যা ৪৫৩২। গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৪৫৩৫টি, পঞ্চায়েত সমিতির ৫৯৩ ও জেলা পরিষদের ৬৬ টা আসলে নির্বাচন হবে।

advertisement

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: মনোনয়ন জমা দিতে ভয় দেখাচ্ছে পুলিশ! সর্বদলীয় বৈঠকে বিস্ফোরক অভিযোগ সিপিএমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল