Alipurduar News: ভোট ঘোষণা হতেই অসম সীমান্তে কড়া নজরদারি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
অসম থেকে মাঝেমধ্যেই দুষ্কৃতী ও আগ্নেয়াস্ত্র ঢোকার ঘটনা ঘটে রাজ্যে। কিন্তু পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে বদ্ধপরিকর আলিপুরদুয়ার জেলা প্রশাসন
আলিপুরদুয়ার: শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শুরু হয়েছে। ঐদিন থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে বাংলাজুড়ে। জুলাই মাসের ৮ তারিখ পঞ্চায়েত ভোট। তার আগে অশান্তি ঠেকাতে এবং বাইরে থেকে দুষ্কৃতীদের অনুপ্রবেশ আটকাতে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাংলা-অসম সীমান্তে নাকা চেকিং জোরদার করা হয়েছে। প্রতিবেশী রাজ্য থেকে দুষ্কৃতী বা আগ্নেয়াস্ত্র কিছু যাতে বাংলায় ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নজরদারি। পাকড়িগুড়ি সীমান্তে চলছে পুলিশের টহল।
অসম থেকে মাঝেমধ্যেই দুষ্কৃতী ও আগ্নেয়াস্ত্র ঢোকার ঘটনা ঘটে রাজ্যে। কিন্তু পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে বদ্ধপরিকর আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবার এই এলাকাতেই নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকাগুড়ি সীমান্তে আগে থেকেই নাকা চেকিং পয়েন্ট ছিল। কিন্তু পঞ্চায়েত ভোটের আদর্শ আচরণবিধি চালু হতেই সেখানে নজরদারি বেশ কিছুটা বাড়ানো হয়েছে।
advertisement
advertisement
অসম থেকে রাজ্যে আসা প্রতিটি গাড়িতে খানা তল্লাশি চালানো হচ্ছে। এই নাকা চেকিং পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের ডিএসপি হেড কোয়ার্টার সমরেন হালদার। পণ্যবোঝাই গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সবকিছু ভালো করে পরীক্ষা করার পর ছাড়া হচ্ছে বলে তিনি জানান। পঞ্চায়েত ভোট না মেটা পর্যন্ত এইভাবেই নজরদারি চলবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 4:31 PM IST