এই বিশেষ গোলাপ দেখতেই সুন্দর নয়, এ ফুল কাউকে উপহার দিলে তা থাকবে প্রায় ১৫ দিন। ফলে আপনার ভালবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ জুড়ে। তাই এখন ফুলের দোকানে বেঙ্গালুরুর গোলাপের চাহিদা সবচেয়ে বেশি, এটা মেনে নিচ্ছেন বিক্রেতারাও।
আরও পড়ুনঃ আলুর বদলে ফুচকায় এ কী সাংঘাতিক পুর? গোটা সুন্দরবন তোলপাড়
advertisement
ভালবাসার সপ্তাহ পালনের শুরু থেকেই গোলাপের চাহিদা লক্ষ্য করা গিয়েছে। তাই ফুল বিক্রেতারাও লাভের আশায় লোকাল গোলাপের পাশাপাশি বেঙ্গালুরুর গোলাপ আগেভাগেই মজুত করে রেখেছেন। তবে এ বছর চেনা লাল লোকাল গোলাপের তুলনায় অনেক অংশেই বেশি বিক্রি হচ্ছে বেঙ্গালুরুর গোলাপ। এ ছাড়া হরেক রকম মনকাড়া রঙে মিলছে এই গোলাপ। দাম একটু বেশি হলেও মানুষ ঝুঁকছেন এই গোলাপ কিনতে।
আরও পড়ুনঃ দারিদ্র আঁকড়ে ধরে পড়াশুনা, ১০ বছর ধরে বিনা পয়সায় চিকিৎসা সুন্দরবনে
এই গোলাপ সতেজ থাকে প্রায় ১৫ দিন বলে দাবি বিক্রেতাদের। ফলে উপহার দেওয়া গোলাপ সতেজ থাকবে এই চিন্তা করেই বাংলার গোলাপকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল বেঙ্গালুরুর গোলাপ। জেলার ফুলের দোকানগুলিতে আলাদা জায়গা করে নিয়েছে এই প্রজাতির গোলাপ। ভালবাসার উদযাপনের সপ্তাহে ফুলের দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা গেলেও, মহিলাদের বিশেষ নজর কাড়ছে এই বেঙ্গালুরুর গোলাপ।
হলুদ, সাদা, লাল রঙের পাশাপাশি দুই রঙের মিশ্রণের গোলাপও কিনতে দেখা যাচ্ছে মহিলা পুরুষ উভয়কেই। তাই ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপ ফুল দিতে চাইলে আপনিও কিনতে পারেন এই বেঙ্গালুরুর গোলাপ। যা উপহার দিলে ভালবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ জুড়েই।
Rudra Narayan Roy