উত্তর ২৪ পরগনার মধ্যে পড়া সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার ডাসা নদীতে বাঁধের কাজ শুরু হয়েছে। এখানকার রূপমারি পঞ্চায়েত এলাকায় কংক্রিটের নদী বাঁধ তৈরি হচ্ছে। পাশাপাশি চলছে সুইসগেটের কাজও। অবশেষে কংক্রিটের পাকা নদী বাঁধ তৈরির কাজ শুরু হওয়ায় স্বস্তি নিঃশ্বাস ফেলছেন এলাকার মানুষ।
আরও পড়ুন: দাঁতনে সবজি খেত তছনছ করল দলছুট দাঁতাল
advertisement
গ্রামবাসীরা জানালেন, দুর্বল নদী বাঁধের কারণে হিঙ্গলগঞ্জ, রূপমারী, মামুদপুর সহ বেশ কয়েকটি গ্রাম বারবার ভাঙনের কবলে পড়েছে। বিশেষ করে এই ডাসা নদীর কাঁচা বাঁধ বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নদীর জল ঢুকে ভাসিয়ে দিয়েছে একের পর এক গ্রাম। কৃষি জমিতে নোনা জল ঢুকে পড়ায় লাটে উঠেছে চাষবাস। তবে শেষ পর্যন্ত কংক্রিটের নদী বাঁধ তৈরি শুরু হওয়ায় এখানকার গ্রামবাসীদের বিশ্বাস আর তাঁদের এমন কোনও বিপদের মুখে পড়তে হবে না।