West Medinipur News: দাঁতনে সবজি খেত তছনছ করল দলছুট দাঁতাল

Last Updated:

দিন কয়েক আগে শিলাবৃষ্টির কারণে বহু ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। তার ওপর এদিন হাতির তাণ্ডবে ফের ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত এলাকার কৃষকদের।

+
title=

পশ্চিম মেদিনীপুর: দিন কয়েক আগের স্মৃতি এখনও মনে টাটকা হয়ে আছে। সেদিন রাতভর তাণ্ডব চালিয়েছিল এক দলছুট হাতি। দাঁতন, নারায়ণগড়, মোহনপুরের বিভিন্ন জায়গায় মাঠের ফসল তছনছ করে দিয়েছিল সে। তার রেশ কাটতে না কাটতেই আবার এক দলছুট দাঁতাল ঢুকে পড়ল দাঁতনে।
এই বছর ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও তাণ্ডব শুরু করেছে হাতি। এদিন দাঁতনের তররুই পঞ্চায়েতের কুস্তুরিয়া এলাকায় ঢুকে পড়ে এক দলছুট দাঁতাল। আর গ্রামে ঢুকেই শুরু করে তাণ্ডব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নয়াগ্রামের দিক থেকে কুস্তুরিয়া গ্রামে ঢোকে ওই হাতিটি। তাকে তাড়াতে গ্রামের মানুষ বেরিয়ে আসে। খবর দেওয়া হয় বন দফতরকে। কিন্তু তারা এসেও হাতেটিকে সহজে বাগে আনতে পারেনি।
advertisement
advertisement
এদিকে গ্রামবাসীদের দেখে হাতিটি ভয় পেয়ে দৌড় দৌড়ি শুরু করলে নষ্ট হয় বিকেল পর বিঘে জমির ফসল। প্রসঙ্গত দাঁতনের বড়া, মহেশপুর, কুস্তুরিয়া এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এমনিতেই দিন কয়েক আগে শিলাবৃষ্টির কারণে বহু ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। তার ওপর এদিন হাতির তাণ্ডবে ফের ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত এলাকার কৃষকদের। এদিকে সন্ধে হয়ে গেলেও তাকে জঙ্গলে পাঠাতে পারেনি বনকর্মীরা। ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও তীব্র হয়েছে। কারণ রাতের অন্ধকারে হাতি যদি কারোর বাড়ি ভাঙচুর করে তবে প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: দাঁতনে সবজি খেত তছনছ করল দলছুট দাঁতাল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement