East Medinipur News: সরকারি প্রাথমিক স্কুলে এই প্রথম শিশু মনের বিকাশে অভিভাবকের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা

Last Updated:

শিশুদের মানসিক বিকাশ সুস্থভাবে হওয়া দেশ বা সমাজের পক্ষে লাভজনক। এদিকে শিশু মনের বিকাশে প্রাথমিক স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে কোন‌ও সমস্যা থাকলে শিশুদের বেড়ে ওঠাটাই বাধাপ্রাপ্ত হয়।

+
title=

পূর্ব মেদিনীপুর: রাজ্যের মধ্যে এই প্রথম সরকারি স্কুলে শিশু মনের বিকাশে অভিভাবকের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা আয়োজিত হল। পাঁশকুড়ার পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা আয়োজিত হয়।
সরকারি স্কুলে শিশুদের মানসিক গঠন নিয়ে এতটা সচেতনতা এর আগে দেখা যায়নি। যদিও পরিবেশগত ও সামাজিক নানা বিষয় বড়দের পাশাপাশি শিশু মনেও প্রভাব ফেলছে। বিশেষ করে করোনা পরবর্তী পরিস্থিতি শিশু মনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এমনটাই জানিয়েছেন মনোবিদরা। হলে বহু শিশুর বড় হওয়াটা কেমন যেন ঘেঁটে গিয়েছে।
advertisement
advertisement
শিশুদের মানসিক বিকাশ সুস্থভাবে হওয়া দেশ বা সমাজের পক্ষে লাভজনক। এদিকে শিশু মনের বিকাশে প্রাথমিক স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে কোন‌ও সমস্যা থাকলে শিশুদের বেড়ে ওঠাটাই বাধাপ্রাপ্ত হয়। তাই কতগুলি বিষয় নিয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও সচেতন থাকতে হয়। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় পরিবারের মানুষজন ও অভিভাবকদের এই বিষয়ে যথেষ্ট শিক্ষা না থাকায় শিশুদের মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে।
advertisement
আর তাই বাড়িতে ও স্কুলে কীভাবে শিশুদের মানসিক বিকাশ সম্ভব তা নিয়েই এই আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন অধ্যাপিকা সংঘমিত্রা অট্ট। তিনি জানান, করোনা মহামারীর পর শিশুরা বই বিমুখ। মোবাইলে সময় কাটানোর প্রবণতা বেড়েছে। এর ফলে তারা স্কুলে আসতেও ভয় পাচ্ছে। বাড়িতে শিশুদের মোবাইল দিলেও খেয়াল রাখতে হবে তারা যেন তাদের বয়স অনুযায়ী বিষয়বস্তুই মোবাইল থেকে গ্রহণ করে। বড়দের বিষয়বস্তু দেখার প্রতি ছোটদের একটা কৌতূহল থাকে, কিন্তু সেটা থেকে তাদের আটকাতে হবে। পাশাপাশি অনেক ঠান্ডা মাথায় শিশুদের অভাব অভিযোগ শোনা উচিৎ বলেও তিনি জানান।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সরকারি প্রাথমিক স্কুলে এই প্রথম শিশু মনের বিকাশে অভিভাবকের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement