আরও পড়ুন: পর্যটন কেন্দ্র তাজপুরের হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সামগ্রী
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্তর্দন্দ প্রকাশ্যে চলে এল। অটো ইউনিয়নের একটি গোষ্ঠী নতুন অটো নামানোর প্রতিবাদে অটো চালানো বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। হাসনাবাদের মাইতির মোড়ে তাদের বিক্ষোভে অটো চলাচল বন্ধ হয়ে যায়। ওই গোষ্ঠীর সম্পাদক সুকান্ত বৈদ্য বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে নতুন ২৫ টি অটো চালুর চেষ্টা করা হচ্ছে। এমনিতে এই তিনটে রুটে ঠিকমতো যাত্রী হয় না, তার মধ্যে টোটো, ম্যাজিক গাড়ি চলে। এই অবস্থায় নতুন অটোর নামালে কেউ খেতে পাবে না।
advertisement
শাসকদলের অটো ইউনিয়নের দুই গোষ্ঠীর এই ঝামেলায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় অসংখ্য মানুষকে। নিত্যযাত্রীদের পাশাপাশি অসুস্থ রোগীরাও সমস্যায় পড়েন। এলাকাবাসীদের বক্তব্য, দুই গোষ্ঠীর ইউনিয়ন মুখোমুখি আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিক, কিন্তু অটো চলুক।
জুলফিকার মোল্লা