East Medinipur News: পর্যটন কেন্দ্র তাজপুরের হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সামগ্রী
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সমুদ্র সৈকত তাজপুরের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক
তাজপুর: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল সমুদ্র সৈকত তাজপুর। সৈকত সংলগ্ন একটি হোটেলে এদিন দুপুরের পর হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মূলত বাঁশ ও কাঠের সামগ্রী দিয়ে তৈরি ওই হোটেলটি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। তবে বড় কোনও বিপদ ঘটেনি, হতাহতের খবর নেই।
পূর্ব মেদিনীপুরের অন্যতম সমুদ্র পর্যটন কেন্দ্র দিঘা ও মন্দারমনি ছাড়াও যথেষ্ট নাম হয়েছে তাজপুরের। এখানে গড়ে উঠছে একের পর এক হোটেল ও রিসর্ট। শুক্রবার দুপুরের পর তাজপুর সৈকত সংলগ্ন এমনই একটি হোটেলে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। শর্ট শার্কিট থেকে আগুন লেগেছিল বলে অনুমান হোটেল মালিক ও স্থানীয়দের। আগুনে পুড়ে কয়েক হোটেলের লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে গিয়েছে বলে মালিক দাবি করেছে।
advertisement
advertisement
তাজপুর সমুদ্র সৈকত দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সেখানে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এখানকার হোটেল ও রিসর্টগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 5:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পর্যটন কেন্দ্র তাজপুরের হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সামগ্রী






