West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
পঞ্চায়েত ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চ নিয়ে অনেক প্রশ্ন আছে। বিরোধীদের একাংশের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে যদি আরও আগে নামানো যেত তবে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হানাহানি কিছুটা হলেও কমত। তবু ভোটের আগের দিন সুন্দরবনের বাসন্তী হাইওয়ে ধরে হিঙ্গলগঞ্জ এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোয় তাঁরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এদিন দুপুরের পর হিঙ্গলগঞ্জ ও লেবুখালি রোডে জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন: এক নজরে বাঁকুড়ার পঞ্চায়েত ভোটের ছবি
অতি স্পর্শকতর জায়গায় বিশেষ নজর দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়েছেন নির্বাচন কমিশন। এই এলাকায় মূলত বিএসএফ জওয়ানরা এসে পৌঁছেছেন। পথ চলতি সাধারণ মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি গ্রামবাসীদেরও শনিবার নির্ভয়ে ভোট দিতে যাওয়ার কথা বলেন বাহিনীর জওয়ানরা। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী নামায় কিছুটা হলেও স্বস্তিতে সুন্দরবনের মানুষ।
জুলফিকার মোল্লা