Bankura News: এক নজরে বাঁকুড়ার পঞ্চায়েত ভোটের ছবি

Last Updated:

শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার কতগুলি আসনে নির্বাচন হচ্ছে, কত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকছে, মোট ভোটকেন্দ্রের সংখ্যা কতগুলি এমনই প্রয়োজনীয় তথ্য এক ঝলকে জেনে নিন

বাঁকুড়া: রাতটা পেরিয়ে ভোর হলেই গ্রাম বাংলার বুথে বুথে শুরু হয়ে যাবে মক-পোল। আর ঠিক সকাল সাতটা বাজলেই ভোট গ্রহণ শুরু হবে সর্বত্র। আগামী পাঁচ বছর গ্রাম বাংলা কাদের দখলে থাকবে তা নির্ধারণ হবে শনিবারের পঞ্চায়েত ভোটে। তার আগের দিন যুদ্ধকালীন তৎপরতায় জেলায় জেলায় ব্যালট বক্স সহ সমস্ত দরকারী জিনিস নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। তাঁদের সঙ্গে আছে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী। সকলের আশা, পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে যাই অশান্তি হয়ে থাক ভোটের দিনটা অন্তত শান্তিপূর্ণভাবে কাটবে। এই অবস্থায় এক ঝলকে দেখে নিন বাঁকুড়া জেলার পঞ্চায়েত ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য-
১) বাঁকুড়ায় মোট ৩,১২৯ টি গ্রাম পঞ্চায়েতের আসন আছে। এর মধ্যে ৬৬৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। জেলায় পঞ্চায়েত সমিতির আসন আছে ৫৬১ টি। এর মধ্যে ১০৬ টি পঞ্চায়েত সমিতি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। জেলা পরিষদের ৫৬ টি আসনেই শনিবার ভোট হবে।
advertisement
advertisement
২) জেলাজুড়ে মোট প্রার্থীর সংখ্যা ৯,৯৬৮ জন। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৮০৬৭ জন, পঞ্চায়েত সমিতিতে ১,৬৪৭ জন এবং জেলা পরিষদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩) শনিবার বাঁকুড়ায় ভোট গ্রহণ হবে ৩০৩৫ টি কেন্দ্রে। ৬৫ টি সহায়ক ভোট কেন্দ্র থাকছে। জেলায় সেক্টরের সংখ্যা ৩৭৬। এর মধ্যে ১১৬ টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।
advertisement
৪) জেলায় মোট ভোটারের সংখ্যা ২৭ লক্ষ ৭০ হাজার ৫১৪ জন। এর মধ্যে ১৮ লক্ষ ৫ হাজার ১৬২ জন পুরুষ এবং ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৪৮ জন মহিলা। চারজন ট্রান্সজেন্ডার ভোটার আছেন এই জেলায়।
৫) শনিবার বাঁকুড়া জেলার পঞ্চায়েত ভোট সামলানোর দায়িত্বে থাকবেন মোট ১৯,৬৮১ জন ভোট কর্মী।
৬) শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলাজুড়ে ২,৯৮৩ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। জেলাশাসকের অফিস জানিয়েছে ১১৭ টি ভিডিওগ্রাফি টিম শনিবার জেলায় কাজ করবে। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জেলায় মোতায়েন করা হয়েছে ৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
advertisement
৭) ভোট কর্মীদের জন্য ডিসিআরসি হয়েছে ২২ টি এবং গণনা কেন্দ্র‌ও ২২ টি।
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: এক নজরে বাঁকুড়ার পঞ্চায়েত ভোটের ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement