এদিন ভোররাতে তারালির বাসিন্দা ইমাম হোসেন ঢালী টোটোয় করে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের দিকে যাচ্ছিল। সেই সময় সীমান্তে টহলরত ১১২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানদের ওই ব্যক্তির চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় তাঁরা তাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ ৩৪ হাজার পিস বাংলাদেশি গর্ভনিরোধক ট্যাবলেট।
advertisement
আরও পড়ুন: আটকে দেওয়া হল বিজেপি প্রার্থীদের গাড়ি! যা উদ্ধার হল বাঁকুড়ায়, চক্ষু চড়কগাছ সকলের
ধৃত পাচারকারী সহ উদ্ধার হওয়া গর্ভনিরোধক বড়িগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। অপরদিকে ওই একই সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানদের নজরে আসে পাচারকারীরা মাদক পাচারের জন্য জড়ো হয়েছিল। তাঁরা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: পাঁচিল টপকে এ কার বাড়িতে ঢুকল পুলিশ! ক্যানিংয়ে মারাত্মক কাণ্ড! শুনলে আকাশ থেকে পড়বেন
ব্যাগের তল্লাশি চালিয়ে বিএসএফ ৬ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। উদ্ধার হাওয়া গাঁজাও তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী।
জুলফিকার মোল্যা