Panchayat Election 2023: আটকে দেওয়া হল বিজেপি প্রার্থীদের গাড়ি! যা উদ্ধার হল বাঁকুড়ায়, চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
নাকা চেকিং-এ মিলল সাফল্য, আটক করা হয় সন্দেহভাজন দুটি গাড়ি, পাওয়া গিয়েছে বেশ কিছু তাজা বোমা ।
বাঁকুড়া: ভোট হতে এখনও বেশ কিছুদিন দেরি আছে, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নমিনেশন ফাইল আর এই নমিনেশন পর্বকে ঘিরেই দিকে দিকে অশান্তির বাতাবারণ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এক্ষেত্রে কোথাও বিজেপি, সিপিএম-সহ বিরোধীপক্ষ আঙ্গুল তুলছে তৃণমূলের দিকে আবার কোথাও কোথাও শাসক দল আঙুল তুলছে বিরোধী পক্ষের দিকে।এমত পরিস্থিতিতে বুধবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক থেকে উদ্ধার হল বোমা।
বাঁধের পাড় এলাকায় পুলিশের নাকা চেকিং-এ আটক করে বিজেপি প্রার্থীদের দুটি গাড়ি, পুলিশের দাবি আজ গন্ডগোল হতে পারে এমন খবর আগেই ছিল। আর সেই কারণেই বাঁধের পাড় এলাকায় চলছিল নাকা চেকিং। নাকা চেকিং-এ মিলল সাফল্য, আটক করা হয় সন্দেহভাজন দুটি গাড়ি, পাওয়া গিয়েছে বেশ কিছু তাজা বোমা ।
advertisement
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। যদিও এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক দাবি করেছেন তৃণমূল চক্রান্ত করে তাদের প্রার্থীদের ফাঁসিয়েছে। অবশ্য এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি বলেন “ফেঁসে গেলে সবাই এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে। বিজেপির পায়ের তলায় মাটি নেই বুঝেই বোমা গুলির রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা নিন্দনীয়।”
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 5:33 PM IST