Canning Firing| Panchayat Election 2023|| পাঁচিল টপকে এ কার বাড়িতে ঢুকল পুলিশ! ক্যানিংয়ে মারাত্মক কাণ্ড! শুনলে আকাশ থেকে পড়বেন

Last Updated:

Panchayat Election 2023: অশান্তি মধ্যে পড়ে আহত হন Sdpo।  তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে। আহত দু'জন সাহাবুদ্দিন মোল্লা এবং সুনীল হাওলাদার। ঘটনার জেরে ইতিমধ্যেই আটক করা হয়েছে তৃণমূল নেতা অর্ণব রায়কে। 

রণক্ষেত্র ক্যানিং
রণক্ষেত্র ক্যানিং
ক্যানিং: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত ক্যানিং। তৃণমূলের মাদার ও যুব অর্থাৎ বিধায়ক গোষ্ঠী ও তৃণমূলের সভাপতি গোষ্ঠী মধ্যে সংঘর্ষ ঘটে। অভিযোগ, নমিনেশন জমা দিতে বাধা দেয় বিধায়কের গোষ্ঠী। পুলিশ সূত্রে খবর, একটি বোমার আওয়াজ পাওয়া গিয়েছে। দু-রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ হন দু’জন। একজনের পায়ে এবং অন্যজনের পিঠে দিকে গুলি লাগে। অশান্তি মধ্যে পড়ে আহত হন Sdpo।  তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে। আহত দু’জন সাহাবুদ্দিন মোল্লা এবং সুনীল হাওলাদার। ঘটনার জেরে ইতিমধ্যেই আটক করা হয়েছে তৃণমূল নেতা অর্ণব রায়কে।
পুলিশের দাবি, ঘটনাস্থলে মাঝখানে পুলিশ ছিল। দু-পাশে দুই গোষ্ঠী ছিল। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়, তখন দুই গোষ্ঠী একে অপরের এতো কাছে আসতে পারেনি যে গুলি লাগবে। তাহলে গুলি চালাল কারা? কারণ গুলি দু’দিক থেকে এলে আগে পুলিশ আহত হত। ফলে গুলিতে আহত হল কি করে দু’জন, তা খতিয়ে দেখছে ক্যানিং থানার অধিকারিকরা। দু’পক্ষের তরফে থানায় দুটি মামলা রুজু হয়েছে।
advertisement
advertisement
পঞ্চায়েতের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন। বৃহস্পতিবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ, চলছে গুলি। জখম হয়েছেন বহু। কয়েকঘণ্টা ধরে চলছে অশান্তি। তারপর গোটা রাত পেরিয়েছে। এ দিন মোটের ওপর শান্ত ভাঙড়। তবে এখনও থমথমে এলাকা। নতুন করে অশান্তির দেখা না দিলেও আতঙ্কে ভাঙড়ের বাসিন্দারা। মোতায়েন রয়েছে পুলিশ।
advertisement
এ দিকে তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি। ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ব়্যাফ। তৃণমূলের একদলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে।
advertisement
অর্পিতা হাজরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Canning Firing| Panchayat Election 2023|| পাঁচিল টপকে এ কার বাড়িতে ঢুকল পুলিশ! ক্যানিংয়ে মারাত্মক কাণ্ড! শুনলে আকাশ থেকে পড়বেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement