Train cancel| Indian Railways|| আগামিকাল থেকে টানা ২০ দিন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ! কোন কোন ট্রেন বাতিল? কোন ট্রেনের রুট বদল? জানুন বিস্তারিত

Last Updated:
Train cancel: রেল ওভারব্রিজে ৬ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের জন্য প্রায় ২০ দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ডানকুনি-খড়গপুর সেকশনে এই কাজ শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে।
1/7
*রেল লাইনের উপর ছয় নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের জন্য প্রায় ২০ দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ডানকুনি- খড়গপুর সেকশনে এই কাজ শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে। সংগৃহীত ছবি। 
*রেল লাইনের উপর ছয় নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের জন্য প্রায় ২০ দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ডানকুনি- খড়গপুর সেকশনে এই কাজ শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*প্রতিদিন ২৪০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার বন্ধ রাখা হবে। ওই সময়ের ট্রেন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। ৪ জুলাই পর্যন্ত এই কাজ চলবে। সংগৃহীত ছবি। 
*প্রতিদিন ২৪০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার বন্ধ রাখা হবে। ওই সময়ের ট্রেন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। ৪ জুলাই পর্যন্ত এই কাজ চলবে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*ভারতীয় রেলের পক্ষ থেকে ট্রেন চলাচলে নিম্নলিখিত একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ট্রেন বাতিল থাকবে, কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে আবার কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হতে পারে। সংগৃহীত ছবি। 
*ভারতীয় রেলের পক্ষ থেকে ট্রেন চলাচলে নিম্নলিখিত একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ট্রেন বাতিল থাকবে, কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে আবার কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*১২২৫৪ অঙ্গ এক্সপ্রেস ২৮ জুন ৯০ মিনিটের জন্য উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে। ১৫২২৮ মুজাফফরপুর-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ১৯.০৬.২০২৩ এবং ২৬.০৬.২০২৩ তারিখে ৯০ মিনিটের জন্য উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে৷ সংগৃহীত ছবি। 
*১২২৫৪ অঙ্গ এক্সপ্রেস ২৮ জুন ৯০ মিনিটের জন্য উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে। ১৫২২৮ মুজাফফরপুর-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস ১৯.০৬.২০২৩ এবং ২৬.০৬.২০২৩ তারিখে ৯০ মিনিটের জন্য উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে৷ সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন-নিম্নলিখিত ট্রেনগুলি ডানকুনি-হাওড়া-খড়গপুর হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস (২০.০৬.২০২৩, ২২.০৬.২০২৩, ২৪.০৬.২০২৩, ০১.০৭.২০২৩, ০৩.০৭.২০২৩, এবং ০৩.০৭.২০২৩ তারিখে ১.২৭ টায় ডানকুনি পৌঁছবে)। সংগৃহীত ছবি। 
*কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন-নিম্নলিখিত ট্রেনগুলি ডানকুনি-হাওড়া-খড়গপুর হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস (২০.০৬.২০২৩, ২২.০৬.২০২৩, ২৪.০৬.২০২৩, ০১.০৭.২০২৩, ০৩.০৭.২০২৩, এবং ০৩.০৭.২০২৩ তারিখে ১.২৭ টায় ডানকুনি পৌঁছবে)। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*১২৫১০ গুয়াহাটি-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস (২০.০৬.২০২৩, ২১.০৬.২০২৩, ০৩.০৭.২০২৩ এবং ০৪.০৭.২০২৩ তারিখে ০০.১০ টায় ডানকুনি পৌঁছবে)। ১২৫১৬ শিলচর-কোয়েম্বাটোর এক্সপ্রেস (২২.০৬.২০২৩ তারিখে ০০.১০ টায় ডানকুনি পৌঁছবে)। সংগৃহীত ছবি। 
*১২৫১০ গুয়াহাটি-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস (২০.০৬.২০২৩, ২১.০৬.২০২৩, ০৩.০৭.২০২৩ এবং ০৪.০৭.২০২৩ তারিখে ০০.১০ টায় ডানকুনি পৌঁছবে)। ১২৫১৬ শিলচর-কোয়েম্বাটোর এক্সপ্রেস (২২.০৬.২০২৩ তারিখে ০০.১০ টায় ডানকুনি পৌঁছবে)। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস (২৪.০৬.২০২৩ এবং ০১.০৭.২০২৩ তারিখে ০০.১০ টায় ডানকুনি পৌঁছবে)। ১২৫১৪ গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস (২৩.০৬.২০২৩ এবং ৩০.০৬.২০২৩ তারিখে ডানকুনিতে ০০.১০ টায় পৌঁছবে)। ২২৫০২ নতুন তিনসুকিয়া-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস (০২.০৭.২০২৩ তারিখে ০০.১০টায় ডানকুনি পৌঁছবে)। সংগৃহীত ছবি।
*১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস (২৪.০৬.২০২৩ এবং ০১.০৭.২০২৩ তারিখে ০০.১০ টায় ডানকুনি পৌঁছবে)। ১২৫১৪ গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস (২৩.০৬.২০২৩ এবং ৩০.০৬.২০২৩ তারিখে ডানকুনিতে ০০.১০ টায় পৌঁছবে)। ২২৫০২ নতুন তিনসুকিয়া-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস (০২.০৭.২০২৩ তারিখে ০০.১০টায় ডানকুনি পৌঁছবে)। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement