একটা সময় ছিল যখন সন্ধে হলেই গ্রাম কিংবা শহরের গলি দিয়ে গেলেই ছেলেমেয়েদের বই পড়ার আওয়াজ কানে ভেসে আসত। আবার লোডশেডিং হলে বিভিন্ন বাড়িতে ছোট ছোট বাচ্চাদের বসত গল্প দাদুর আসর। জন্মদিনে বা কোনও শুভ মূহুর্তে বড়োদের থেকে উপহার হিসেবে পাওয়া যেত বই। আজকের প্রজন্মের কাছে সেটা যেন এক আশ্চর্য দুনিয়া।
advertisement
আরও পড়ুন: পিওএস ডিভাইস ব্যবহার না করে সার বিক্রি, মালদহে ব্যবসা বন্ধ ২০ দোকানের
সেই চেনা ছবি যেন হারিয়ে যেতে বসেছে। এদিকে চিকিৎসকরা বলছেন বই পড়ার অভ্যাস ফিরিয়ে না অত্যন্ত জরুরি। আর তাই ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলতে হিঙ্গলগঞ্জ হাই স্কুলে আয়োজিত হল বইমেলা। উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ হাইস্কুলে আয়োজিত এই বইমেলা এক সপ্তাহ ধরে চলবে। তবে শুধুমাত্র হিঙ্গলগঞ্জ স্কুলই নয়, ইতিমধ্যে সুন্দরবনের বরুনহাট হাইস্কুল, বিশপুর হাইস্কুলেও ছাত্র-ছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের বইমেলা আয়োজন করা হয়েছে।
সাধারণ শীতকালে বইমেলা আয়োজিত হয়। তবে বর্ষার সময় আয়োজিত এই বইমেলা পুরোপুরি বিশেষ উদ্দেশ্যে। বিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীরা ও অভিভাবকরাও এই বইমেলায় অংশগ্রহণ করেন। অনেকেই আগ্রহ নিয়েবই কিনছে। সার্বিকভাবে এই বইমেলা ঘিরে যে সাড়া পাওয়া গিয়েছে তাতে আশাবাদী শিক্ষকরা।
জুলফিকার মোল্লা