Malda News: পিওএস ডিভাইস ব্যবহার না করে সার বিক্রি, মালদহে ব্যবসা বন্ধ ২০ দোকানের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
সার বিক্রিতে কালোবাজারি ঠেকাতে কড়া কৃষি দফতর। মালদহে পিওএস ডিভাইস ব্যবহার না করে সার বিক্রি করায় কুড়িটি দোকান বন্ধ করে দিল প্রশাসন
মালদহ: কারচুপি ধরা পড়ায় ২০ টি সার দোকান বন্ধ করে দিল কৃষি দফতর। আমন মরশুমে সরকারি নির্দেশিকা মেনে সার বিক্রি না করায় এমন পদক্ষেপ। পাশাপাশি পাইকারি ১০ টি দোকানেও কিছুদিনের জন্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কৃষি দফতরের পক্ষ থেকে। গত মরশুমে মালদহে সার বিক্রি নিয়ে একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। কিন্তু সেই নির্দেশিকা না মানাতেই এমন পদক্ষেপ করল কৃষি দফতর।
সারের কালোবাজারির রুখতে চলতি মরশুম থেকে পিওএস ডিভাইসের মাধ্যমে সার বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। পাইকারি দোকান থেকে শুরু করে খুচরো ব্যবসায়ী সবাইকে এই পদ্ধতিতেই সার বিক্রি করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেয় কৃষি দফতর। কিন্তু তারপরেও একাধিক ব্যবসায়ী সরকারি নির্দেশিকা অমান্য করে সার বিক্রি করছেন। এদিকে নিয়মিত নজরদারি শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই নজরদারিতেই হাতেনাতে ধরা পড়েছেন একাধিক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হল।
advertisement
advertisement
মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ব্লক স্তরে নিয়মিত এই নজরদারি চলছে। তদন্তে গাফিলতি ধরা পড়ায় বিভিন্ন ব্লকের ২০ জন ব্যবসায়ীকে সার বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীরা পিওএস ডিভাইস ব্যবহার না করে সার বিক্রি করছিলেন। এই ধরনের অভিযান নিয়মিত চালাচ্ছে কৃষি দফতরের কর্তারা। ব্লক স্তরের প্রতিটি ব্যবসায়ীদের গোডাউন ঘর নিয়মিত পরিদর্শন করছেন দফতরের কর্তারা। কোথাও কোনও গাফিলতি পেলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই প্রসঙ্গে মালদহ জেলা কৃষি দফতরের কর্তা দেবনাথ মজুমদার বলেন, আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি গোটা জেলাজুড়ে। কোথাও কোনও বেনিয়ম ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হচ্ছে। সাময়িক লাইসেন্স বাতিল, বিক্রি বন্ধ সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করছি। পিওএস ডিভাইস ব্যবহার না করলে ব্যবসায়ীদের শাস্তি পেতেই হবে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 9:10 PM IST