আরও পড়ুন: কিছুতেই কমছে না পথ দুর্ঘটনা! ফের দুর্ঘটনায় বলি দুই যুবক
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি পালসার বাইকে করে কলকাতামুখী সার্ভিস লেনে ধরে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় দ্রুত গতিতে পেছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ধাক্কায় ছিটকে পড়ে যান বাইক আরোহী, এবং বাসের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
দুর্ঘটনার পরই বাস ছেড়ে পালিয়ে যায় চালক। পুলিশ বাস ও বাইক দু’টিকেই আটক করেছে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। চালকের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে লেকটাউন থানার পুলিশ। বারংবার শহরের বুকে ঘটে চলা পথ দুর্ঘটনা থেকে, কিছুতেই গতিতে লাগাম টানা যাচ্ছে না বলেই মনে করছেন সচেতন মানুষজন।
Rudra Narayan Roy