Bangla News: কিছুতেই কমছে না পথ দুর্ঘটনা! ফের দুর্ঘটনায় বলি দুই যুবক

Last Updated:

Bangla News: নিজেদের বাইক নিয়েই দুই বন্ধু মিলে গিয়েছিল চড়কের মেলা দেখতে। এরপর এদিন সকাল বেলায় পরিবার খবর পায় ওই দুই যুবক রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে

মৃতদেহ নিয়ে আসা হয়েছে পুলিশ মর্গে
মৃতদেহ নিয়ে আসা হয়েছে পুলিশ মর্গে
নদিয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনা নদিয়ার রানাঘাট থানা এলাকার নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের। মৃত দুই যুবকের নাম নক্ষত্র বিশ্বাস এবং প্রসেনজিৎ ঘোষ। মৃতদের পরিবার সূত্রে খবর, গতকাল নিজেদের বাইক নিয়েই দুই বন্ধু মিলে গিয়েছিল চড়কের মেলা দেখতে। এরপর এদিন সকাল বেলায় পরিবার খবর পায় ওই দুই যুবক রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পরিবার গিয়ে মৃতদেহগুলি সনাক্ত করে এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে, নিছক পথ দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সমস্তটাই খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।
advertisement
বর্তমানে বাংলাদেশের শহর ও গ্রামীণ সড়কগুলোতে পথ দুর্ঘটনা একটি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। গতকালই বাড়ির সামনে খেলা করার সময় বেপরোয়া গাড়িচালকের কারণে একটি শিশুর মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল যানবাহনের বেপরোয়া গতি। এই বেপরোয়া গতির কারণে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যার ফলে অনেকে প্রাণ হারাচ্ছেন কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন। লক্ষ্য করলে দেখা যায় যে পথদুর্ঘটনাগুলি হয়েছে যার অধিকাংশ ঘটেছে অতিরিক্ত গতির কারণে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি এবং দ্রুতগামী বাসের চালকেরা গতি নিয়ন্ত্রণ না করায় দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে।
advertisement
বিশ্লেষকদের মতে, গতি নিয়ন্ত্রণে কঠোর আইন থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়নের অভাব, সচেতনতার ঘাটতি এবং সড়ক পরিবহনে শৃঙ্খলার অভাব দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে তরুণ চালকদের মধ্যে বেপরোয়া চালানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটি বড় একটি উদ্বেগের বিষয়।
advertisement
এই সমস্যার সমাধানে কঠোরভাবে আইন প্রয়োগ করার পাশাপাশি, চালকদের প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন রয়েছে। নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বেপরোয়া গতি শুধু চালকের নয়, পথচারীসহ সকলের জন্য বিপজ্জনক। তাই এখনই সময় গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের।
Mainak Debnath 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কিছুতেই কমছে না পথ দুর্ঘটনা! ফের দুর্ঘটনায় বলি দুই যুবক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement