সল্টলেক সেক্টর ফাইভে ফিনহিত টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি খুলে সেখান থেকে ফেক কল সেন্টার চালানো হচ্ছিল। সূত্র মারফত খবর পায় পুলিশ।সেই খবরের ভিত্তিতে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ ওই অফিসে হানা দেয়। সেখানে গিয়ে রাজ জসওয়াল নামে এক ব্যক্তি, যার লিডারশিপে এই কোম্পানি চলছিল তাকে এবং আরও ছ'জনকে আটক করে।
advertisement
আরও পড়ুন- এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী
আরও পড়ুন- রাশিফল ৪ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই অফিসে বসে ফেক কল সেন্টার চালানো হচ্ছে এবং এখান থেকে বেলজিয়াম ও ইউরোপের মানুষদেরকে ব্র্যান্ডেড কোম্পানির মাইক্রোসফট এবং ফেক টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে সেখানকার মানুষদেরকে প্রতারণা করতো। এবং বিভিন্ন পেমেন্ট গেট ওয়ের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। পুলিশ তাদের কাছে এই কোম্পানি চালানোর জন্য বৈধ কাগজ দেখতে চাইলে তারা দেখাতে না পারায় এই সাত জনকে গ্রেফতার করা হয়।
অনুপ চক্রবর্তী