Air India flight experiences bird hit: এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ‌যাত্রী

Last Updated:

Air India flight experiences bird hit: সোমবার এআই ৬৭৬ বিমানটি কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার আগে ইঞ্জিনিয়াররা যখন বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন, তখনই তাঁদের নজরে আসে বিমানের ডান দিকে ইঞ্জিনের পাখা বেঁকে রয়েছে।

এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ‌যাত্রী
এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ‌যাত্রী
অনুপ চক্রবর্তী, কলকাতা: কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! সোমবার এআই ৬৭৬ বিমানটি কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার আগে ইঞ্জিনিয়াররা যখন বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন, তখনই তাঁদের নজরে আসে বিমানের ডান দিকে ইঞ্জিনের পাখা বেঁকে রয়েছে।
এই বিমানটি মুম্বই থেকে ১১৭ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিল সোমবার সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ। এরপর ফের কলকাতা থেকে মুম্বই-এর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারদের অনুমান বিমানটি কলকাতা বিমানবন্দরে নামার সময় পাখির ধাক্কা লাগতে পারে। বিমানটি যদি পুনরায় আবার কলকাতা থেকে মুম্বই-এর উদ্দেশে রওনা দিত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।
advertisement
advertisement
এর আগেও একাধিকবার পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল যেমন কলকাতা থেকে মুম্বই যাওয়ার সময় দুটি বিমানে কিছুদিন আগেই পাখির ধাক্কা লেগে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া কলকাতা থেকে দিল্লি এবং বেঙ্গালুরু যাওয়ার ক্ষেত্রে একইরকম ভাবে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লেগেছিল। সাধারণত শীতকালে পাখির ধাক্কা বেশি লাগে কারণ রানওয়েতে পোকামাকড় খাওয়ার জন্য পাখিদের ভিড় জমে থাকে ৷ বিমান  ওঠা নামা করার সময় বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে। প্রায় দু’মাস পরে আবারও বিমানের সঙ্গে পাখির ধাক্কার ঘটনা ঘটল কলকাতায় ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Air India flight experiences bird hit: এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ‌যাত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement