এই মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ৭৩তম তিরোধান দিবসের সপ্তাহে এমনই আক্ষেপের সুর শোনা গেল এলাকার বেশকিছু সাহিত্য অনুরাগীদের গলায়।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর এলাকার বারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটের আনাদর দেখলে, চোখে জল চলে আসবে যে কোনও সাহিত্যপ্রেমীর। নানা গাছগাছালিতে ঘেরা 'স্মৃতির খেয়া' নামে এই বাড়িতেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন কথা সাহিত্যিক। এই বাড়িতে বসেই রচনা করেছিলেন একের পর এক সাড়া জাগানো উপন্যাস।
advertisement
আরও পড়ুন: অবাক শিশু! মাত্র ৫ বছর বয়সেই ১৯৫ টি দেশের রাজধানীর নাম মুখস্থ!
আজ সেই বাড়ি পড়ে থাকে তালা বন্ধ অবস্থায়। বাড়িটির বেশ কিছু জায়গায় খসে গিয়েছে পলেস্তারা। শ্যাওলা ধরা দেওয়াল দেখলেই বোঝা যাবে কতটা অনাদরে থেকে স্মৃতি বহন করে চলছে এই 'স্মৃতির খেয়া' নামে বাড়িটি।
আজও বাড়ির বারান্দায় বিভূতিভূষণের আবক্ষ মূর্তি। তার উপরেও জমে রয়েছে ধুলো।
আরও পড়ুন: জন্মদিনে কেক কাটার পরেই নিখোঁজ! যুবকের দেহ উদ্ধার পুলিশ মর্গে
প্রতিবছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুদিনে গোপালনগর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লাইব্রেরি ও এলাকার বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের পক্ষ থেকে কথাসাহিত্যিকের স্মরণে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বহু স্বনামধন্য ব্যক্তিত্বেরও পা পড়েছে এই 'স্মৃতির খেয়া'-তে। প্রত্যেকেই সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, বহু ইতিহাসের সাক্ষী থাকা এই বাড়িটি অধিগ্রহণ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সংগ্রহশালা গড়ে তোলার। যাতে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে পারে সাহিত্যিকের অমোঘ সৃষ্টির সব ভান্ডার।
রুদ্র নারায়ণ রায়