TRENDING:

North 24 Parganas News: সহস্র কন্ঠে গীতা পাঠ, গুরুগম্ভীর শ্লোকে মুখরিত হাবড়া

Last Updated:

অনন্ত হিন্দু ভূমি নামে একটি সংগঠনের উদ্যোগে এই সহস্র কন্ঠে গীতা পাঠ আয়োজিত হয়। গুরু গম্ভীর সুউচ্চ কন্ঠে গীতার শ্লোকে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পণ্ডিতরা বলেন গীতায় রয়েছে মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর। তাই গীতা পাঠ করলে নাকি মোক্ষ লাভ হয়। সেই পুণ্যার্জনের আশায় হাবড়ায় সহস্র কন্ঠে পাঠ করা হল গীতা।
advertisement

উত্তর ২৪ পরগনার হাবড়ার এই গীতা পাঠ শুনতে ভিড় করলেন দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ। এই অনুষ্ঠান উপলক্ষে হাবড়ার মনসাবাড়ি এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়। সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। উপস্থিত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্ডিত ও পুরোহিতরা। বহু মহিলা লাল পেড়ে সাদা শাড়ি পড়ে গীতা পাঠ শুনতে আসেন।

advertisement

আরও পড়ুন: বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হল কুমারী পুজো

অনন্ত হিন্দু ভূমি নামে একটি সংগঠনের উদ্যোগে এই সহস্র কন্ঠে গীতা পাঠ আয়োজিত হয়। গুরু গম্ভীর সুউচ্চ কন্ঠে গীতার শ্লোকে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন‌ও এই গীতা পাঠ শুনে থমকে দাঁড়িয়ে পড়েন। সনাতন ধর্মের জাগরণ ঘটাতে এই উদ্যোগ বলেই জানান আয়োজকরা। অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সভাপতি রঞ্জিত মুখার্জী বলেন, সমাজের অগ্রগতির জন্যে প্রতিটি মানুষের গীতা অধ্যায়ন করা প্রয়োজন। অনন্ত হিন্দু ভূমি-র সম্পাদক তপন আচার্য্য জানান, সকালে দেহতত্ত্ব গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিভিন্ন রকম মাঙ্গলিক ক্রিয়া কর্মের পরে শুরু হয় হোম যজ্ঞ। এরপর হয় গীতা পাঠ।

advertisement

View More

গীতা পাঠের পর উপস্থিত ভক্তবৃন্দের জন্য আয়োজন ছিল মহা প্রসাদ। দূর দূরান্ত থেকে আসা মানুষ সেই প্রসাদ গ্রহণ করেন। আগামী দিনে এই ধরনের আরও নানা অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছে বলে সংঘের তরফ থেকে জানানো হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সহস্র কন্ঠে গীতা পাঠ, গুরুগম্ভীর শ্লোকে মুখরিত হাবড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল