Birbhum News: বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হল কুমারী পুজো

Last Updated:

বুধবার সিউড়ির ১৩ পল্লি ক্লাবের পুজো মণ্ডপে কুমারী পুজোর আয়োজন করা হয়। এলাকারই দু'জন বাচ্চা মেয়েকে কুমারী সাজিয়ে পুজো করা হয়। প্রতিবছরই এই কুমারী পুজো হয়।

বীরভূম: কথিত আছে চন্দ্র বংশীয় রাজা সুরথ এই চৈত্র মাসে মহামায়ার পুজো করেছিলেন। যা দুর্গাপূজা নামে পরিচিত। পরবর্তীতে শ্রীরামচন্দ্র রাবনকে পরাস্ত করার জন্য শরৎকালের দেবী দুর্গার অকালবোধন করেন। ধীরে ধীরে শরৎকালের দুর্গাপুজো আসল হয়ে ওঠে, আর রাজা সুরথের হাত ধরে শুরু হ‌ওয়া মহামার আরাধনা বাসন্তী পুজো নামে খ্যাতি লাভ করে। সেই বাসন্তী পুজোর অষ্টমী তিথি উপলক্ষে সিউড়িতে কুমারী পুজো হল।
বুধবার সিউড়ির ১৩ পল্লি ক্লাবের পুজো মণ্ডপে কুমারী পুজোর আয়োজন করা হয়। এলাকারই দু'জন বাচ্চা মেয়েকে কুমারী সাজিয়ে পুজো করা হয়। প্রতিবছরই এই কুমারী পুজো হয়। এই বছর ৩১ বছরে পা দিল ১৩ পল্লি ক্লাবের কুমারী পুজো। অন্যান্য বছরের মত এই বছরও বাড়ি থেকে ঢাকঢোল বাজিয়ে মন্দির চত্ত্বরে আনা হয় ওই বাচ্চা মেয়েদের। এরপর বাসন্তী প্রতিমার সামনে যথাযথ নিয়ম মেনে তাদের পুজো হয়। পুজো শেষে প্রসাদ বিলি করা হয় এলাকার মানুষের মধ্যে।
advertisement
advertisement
আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, নবমীর দিনও নিয়ম মেনে বাসন্তী পুজো হবে। ওই দিন‌ও প্রসাদ বিলি করা হবে। এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে সিউড়ি শহর আনন্দে মেতে উঠেছে।
শুভদীপ পাল
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হল কুমারী পুজো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement