আরও পড়ুন: চিকলিগুড়ির রাস্তা খারাপ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী
সামশেরনগর গ্রামের ৭০ টি পরিবারের ৩৫০ বাসিন্দার কাছে সরকারি পরিষেবার সুবিধে পৌঁছে দিলেন হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি। দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, মৎস্যজীবীদের পরিচয়পত্র, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মত বিভিন্ন প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত ছিলেন। কারণ তাঁদের কারোর সরকারি নথিপত্রে নাম আবার কারোর ঠিকানা ভুল ছিল। আবার কেউ সরকারি ফর্ম ফিলাপ করতে পারেননি লেখাপড়া না জানার কারণে।
advertisement
এই পরিস্থিতি বদলাতেই বিডিও নিজে সরকারি আধিকারিকদের নিয়ে ঐ আদিবাসী গ্রামে পৌঁছে যান। প্রত্যেকটি পরিবারে গিয়ে তাঁদের নাম ও ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করেন। তাঁরা যাতে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধে ঠিকঠাক সময়ে পান তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
জুলফিকার মোল্লা