Alipurduar News: চিকলিগুড়ির রাস্তা খারাপ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
আলিপুরদুয়ার-২ ব্লকের চিকলিগুড়ি চৌপথির কাছে এই রাস্তা সারাইয়ের দাবিতে প্রতিবাদ জানাল এলাকাবাসী।
আলিপুরদুয়ার: রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হলেন চৌপথির মানুষ। এই রাস্তা খারাপ থাকায় চিকলিগুড়ি যেতে সমস্যায় পড়ছে সবাই। চিকলিগুড়ির এই রাস্তা খারাপ থাকার জন্য ধলপল যাওয়ার রাস্তায় প্রচুর গাড়ি আটকে পড়ে। ফলে যানজট বাড়ে।
আরও পড়ুন: গম্ভীরার বড় তামাশায় মাতল পুরাতন মালদহ
আলিপুরদুয়ার-২ ব্লকের চিকলিগুড়ি চৌপথির কাছে এই রাস্তা সারাইয়ের দাবিতে প্রতিবাদ জানাল এলাকাবাসী। অভিযোগ, একদশক আগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কোচবিহার জেলার অন্তর্গত ধলপল বাজার থেকে আলিপুরদুয়ারের সীমানার চিকলিগুড়ি চৌপথি পর্যন্ত রাস্তা পাকা করে। ওই রাস্তার সঙ্গে ভাটিবাড়ি-কামাখ্যাগুড়ি রাজ্য সড়কটিও যুক্ত হওয়ায় রাস্তাটির গুরুত্ব অনেক বেড়ে যায়। কিন্তু দীর্ঘদিন এই রাস্তাটির সংস্কার না হওয়ায় সেটি বর্তমানে বেহাল অবস্থায় আছে বলে স্থানীয়রা অভিযোগ তুলছে।
advertisement
advertisement
আলিপুরদুয়ারের মানুষের অভিযোগ, রাস্তাটির কোচবিহার জেলার অন্তর্গত অংশবিশেষ মেরামত করা হচ্ছে। কিন্তু আলিপুরদুয়ার জেলার চিকলিগুড়ি চৌপথি থেকে ধলপল পর্যন্ত রাস্তাটির প্রায় এক কিলোমিটার অংশের সংস্কার হচ্ছে না। ওই অংশটি মেরামতের দাবিতে সোচ্চার হন এলাকাবাসী। এই নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন জেলা পরিষদ সদস্য অর্চিতা কোঙার। তিনি রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছেন।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 7:18 PM IST









