Malda News: গম্ভীরার বড় তামাশায় মাতল পুরাতন মালদহ

Last Updated:

একসময় মালদহের প্রান্তে প্রান্তে গম্ভীরা আয়োজিত হলেও এখন তা একটি লুপ্তপ্রায় শিল্পে পরিণত হয়েছে। যদিও আজ‌ও পুরাতন মালদহের অলিতে গলিতে গান পাতলে গম্ভীরা গান শোনা যায়।

+
title=

মালদহ: গৌড়বঙ্গের প্রাচীন লোকসংস্কৃতি গম্ভীরা। এই লোক উৎসব ঘিরে আজ‌ও মেতে ওঠে মালদহের মানুষ। জেলার প্রাচীন গম্ভীরা উৎসবগুলির মধ্যে অন্যতম পুরাতন মালদহের গম্ভীরা। বৈশাখ মাসের একেবারে শেষে তা শুরু হয়। তিন দিন ধরে এই উৎসব চলে।
একসময় মালদহের প্রান্তে প্রান্তে গম্ভীরা আয়োজিত হলেও এখন তা একটি লুপ্তপ্রায় শিল্পে পরিণত হয়েছে। যদিও আজ‌ও পুরাতন মালদহের অলিতে গলিতে গান পাতলে গম্ভীরা গান শোনা যায়। পুরাতন মালদহের শরবরি ও মকতিপুর এই দুই জায়গার গম্ভীরা গান সবচেয়ে জনপ্রিয়। গম্ভীরা ঘিরে নানা লোকশ্রুতি লোকমুখে আজও ঘুরে বেড়ায়।
advertisement
advertisement
প্রথম মেনে এবারেও পুরাতন মালদহে আয়োজিত হল গম্ভীরা উৎসব। প্রথম দিন ছোট তামাশা, দ্বিতীয় দিন মোজো তামাশা এবং তৃতীয় দিন বড় তামাশা। তৃতীয় দিনে অর্থাৎ বড় তামাশায় সং সাজের মধ্যে দিয়ে সমাপ্তি হয় এই উৎসবের। এছাড়াও তিন দিন ধরে চলে নাচ-গান, কাঁটা নাচ, পথনাটক, মুখানাচ সহ নানান কিছু। নিজস্ব লোকশিল্প এই গম্ভীরা উৎসবে আজও মেতে ওঠেন পুরাতন মালদহের মানুষ। এই উৎসবে এলাকারই গম্ভীরা শিল্পীরা অংশ নেন। এখানকার মানুষ সহজাতভাবে গম্ভীরা চর্চা করে বেড়ে ওঠে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গম্ভীরার বড় তামাশায় মাতল পুরাতন মালদহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement