Malda News: গম্ভীরার বড় তামাশায় মাতল পুরাতন মালদহ
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
একসময় মালদহের প্রান্তে প্রান্তে গম্ভীরা আয়োজিত হলেও এখন তা একটি লুপ্তপ্রায় শিল্পে পরিণত হয়েছে। যদিও আজও পুরাতন মালদহের অলিতে গলিতে গান পাতলে গম্ভীরা গান শোনা যায়।
মালদহ: গৌড়বঙ্গের প্রাচীন লোকসংস্কৃতি গম্ভীরা। এই লোক উৎসব ঘিরে আজও মেতে ওঠে মালদহের মানুষ। জেলার প্রাচীন গম্ভীরা উৎসবগুলির মধ্যে অন্যতম পুরাতন মালদহের গম্ভীরা। বৈশাখ মাসের একেবারে শেষে তা শুরু হয়। তিন দিন ধরে এই উৎসব চলে।
একসময় মালদহের প্রান্তে প্রান্তে গম্ভীরা আয়োজিত হলেও এখন তা একটি লুপ্তপ্রায় শিল্পে পরিণত হয়েছে। যদিও আজও পুরাতন মালদহের অলিতে গলিতে গান পাতলে গম্ভীরা গান শোনা যায়। পুরাতন মালদহের শরবরি ও মকতিপুর এই দুই জায়গার গম্ভীরা গান সবচেয়ে জনপ্রিয়। গম্ভীরা ঘিরে নানা লোকশ্রুতি লোকমুখে আজও ঘুরে বেড়ায়।
advertisement
advertisement
প্রথম মেনে এবারেও পুরাতন মালদহে আয়োজিত হল গম্ভীরা উৎসব। প্রথম দিন ছোট তামাশা, দ্বিতীয় দিন মোজো তামাশা এবং তৃতীয় দিন বড় তামাশা। তৃতীয় দিনে অর্থাৎ বড় তামাশায় সং সাজের মধ্যে দিয়ে সমাপ্তি হয় এই উৎসবের। এছাড়াও তিন দিন ধরে চলে নাচ-গান, কাঁটা নাচ, পথনাটক, মুখানাচ সহ নানান কিছু। নিজস্ব লোকশিল্প এই গম্ভীরা উৎসবে আজও মেতে ওঠেন পুরাতন মালদহের মানুষ। এই উৎসবে এলাকারই গম্ভীরা শিল্পীরা অংশ নেন। এখানকার মানুষ সহজাতভাবে গম্ভীরা চর্চা করে বেড়ে ওঠে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 7:00 PM IST







