ইতিমধ্যেই আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তার জেরেই প্রশাসনিক চাপ সৃষ্টি হয়েছে বলেই সূত্রের খবর। ন্যায্য ঘরের দাবিদার ঘর না পেলেও, পাকা বাড়ি কিংবা দোতলা বাড়ির বাসিন্দারাও ঘর পেয়েছেন বলে অভিযোগ উঠছে। এই বিষয়গুলি খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে পরিদর্শন শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই আশা ও আইসিডিএস কর্মীরা নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ পুরনো তালিকায় নাম থাকলেও, আবাস যোজনার নতুন তালিকায় নাম বাদ!
এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে, কারা ঘর পেয়েছেন আর কারা পায়নি তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতেও দেখা গেল প্রশাসনিক আধিকারিকদের। যে রিপোর্ট উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়। প্রকৃতই ঘর পাওয়ার উপযুক্ত কিনা সে বিষয়েগুলিও খতিয়ে দেখা হয়, তালিকায় নাম থাকা গ্রামবাসীদের। আগামী দিনেও এই ধরনের পরিদর্শন প্রশাসনের তরফ থেকে চালানো হবে বলেও জানানো হয়।
Rudra Narayan Roy