TRENDING:

North 24 Parganas News: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে 'দুয়ারে বিডিও'! খতিয়ে দেখলেন নামের তালিকা

Last Updated:

সুন্দরবনে জলপথে কেন্দ্রীয় আবাস যোজনা ঘরের পরিদর্শনে স্বয়ং বিডিও। রাজ্যের মুখ্য সচিবের নির্দেশের পরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : সুন্দরবনে জলপথে কেন্দ্রীয় আবাস যোজনা ঘরের পরিদর্শনে স্বয়ং বিডিও। রাজ্যের মুখ্য সচিবের নির্দেশের পরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এদিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের সান্ডিল বিল গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর আম্বেরিয়া সহ বিভিন্ন গ্রামে আবাস যোজনার ঘর সার্ভে করতে গেলেন স্বয়ং হিঙ্গলগঞ্জ বিডিও শাশত প্রকাশ লাহিড়ী। সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিক অনিল সাউ সহ প্রশাসনিক কর্তারা। সুন্দরবনের প্রান্তিক গ্রামে মানুষদের আবাস যোজনার ঘরের তালিকা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে।
advertisement

ইতিমধ্যেই আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তার জেরেই প্রশাসনিক চাপ সৃষ্টি হয়েছে বলেই সূত্রের খবর। ন্যায্য ঘরের দাবিদার ঘর না পেলেও, পাকা বাড়ি কিংবা দোতলা বাড়ির বাসিন্দারাও ঘর পেয়েছেন বলে অভিযোগ উঠছে। এই বিষয়গুলি খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে পরিদর্শন শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই আশা ও আইসিডিএস কর্মীরা নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ পুরনো তালিকায় নাম থাকলেও, আবাস যোজনার নতুন তালিকায় নাম বাদ!

এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে, কারা ঘর পেয়েছেন আর কারা পায়নি তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতেও দেখা গেল প্রশাসনিক আধিকারিকদের। যে রিপোর্ট উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়। প্রকৃতই ঘর পাওয়ার উপযুক্ত কিনা সে বিষয়েগুলিও খতিয়ে দেখা হয়, তালিকায় নাম থাকা গ্রামবাসীদের। আগামী দিনেও এই ধরনের পরিদর্শন প্রশাসনের তরফ থেকে চালানো হবে বলেও জানানো হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে 'দুয়ারে বিডিও'! খতিয়ে দেখলেন নামের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল