বাজার গুলিতে বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতাদের হাতে নাতে ধরা গেল এ ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে। দোকানদারদের কাছেও পাওয়া গেলো প্লাস্টিক ব্যাগ। অভিযান চালিয়ে, দোকানদারদের থেকে প্লাস্টিক ব্যাগ, গ্লাস , ক্যারি ব্যাগ, প্লাস্টিক পেপার সহ প্রচুর সামগ্রী উদ্ধার করে বারাসত পুরসভা। তবে নিয়ম লঙ্ঘন করে যারা এই ব্যাগ ব্যবহার করছিলেন তাদের আজ রেয়াত করা হয়নি।
advertisement
আরও পড়ুনঃ ওয়ার্ল্ড যোগা কাপে দ্বিতীয় স্থান পেল হাবরার ক্লাস ওয়ানের দিগন্ত দেবনাথ
প্রত্যেককেই এদিন জরিমানা করা হয়। বাজারে আসা ক্রেতাদের ক্ষেত্রে ৫০ টাকা ফাইন এবং বিক্রেতাদের কাছ থেকে ৫০০ টাকা ফাইন করা হয়। বারাসাত পুরসভার পুর প্রধান অশনি মুখার্জি জানান, প্লাস্টিক্ন বর্জন করতে এমন অভিযান লাগাতার চলবে। আগামী দিনে প্রশাসনের ভূমিকা আর কড়া হবে।
আরও পড়ুনঃ রেললাইনে যুক্ত হবে মছলন্দপুর থেকে স্বরূপনগর
পুলিশ প্রশাসনকেও বিষয়টির উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যাগ ব্যবহার যে কোনভাবেই চলতে দেওয়া হবে না তা এই প্রশাসনিক তৎপরতা থেকেই বোঝা যাচ্ছে। তবে আদৌকি তা সম্ভবপর হবে এখন সেটাই প্রশ্ন!
Rudra Narayan Roy