ব্যারাকপুর পৌরসভার তত্ত্বাবধানে ব্যারাকপুর-বারাসত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হবে আগামী ২৭ মে। আর এই কাজের জন্য ব্যারাকপুর পৌরসভা ও পিডব্লিউ ডি'র পক্ষ থেকে জানানো হয়, মাস দেড়েকের জন্য ব্যারাকপুর- বারাসত রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে। ব্যস্ততম ব্যারাকপুর-বারাসত রোড বন্ধ রাখার সিদ্ধান্তে সাধারণ মানুষকে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে।
advertisement
আরও পড়ুন- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র সংখ্যা মাত্র ৫০! এ এক আজব স্কুল!
সুয়ারেজ সিস্টেমের কাজ ৯০ শতাংশ হয়ে গিয়েছে বলে দাবি পৌরপ্রধানের। বাকি কাজ আগামী দেড় মাসের মধ্যে শেষ হবে বলেও জানালেন তিনি। ভবিষ্যতের পরিকল্পনা আরও উন্নতির জন্য মানুষকে কিছুদিন এই অসুবিধার মধ্যে পড়তে হবে । তবে জনসাধারণের কিছুটা সুবিধার্থে ছোট গাড়িগুলোকে চলাচলে ছাড় দেওয়া হয়েছে। বাস চালানোর জন্য কিছুটা রুটের পরিবর্তন করা হয়েছে বলে জানান ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস।
Rudra Narayan Roy