সম্প্রতি বেশ কয়েকটি ঘূর্ণিঝড় ও নিম্ন চাপের বৃষ্টিতে রাস্তার দফারফা হয়ে গেছে। তারপরও ঠিক করা হয়নি রাস্তা। অথচ থাকদাড়ি, তারুলিয়া, ঢালীপাড়া, মহিষগোট এলাকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা ধরে সহজেই সল্টলেক, বাগুইআটি, উল্টোডাঙা বা কলকাতার সর্বত্র পৌঁছান যায়। রাস্তাটি খারাপ হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তার পাশ দিয়ে পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজ করছে জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তর। পাইপ লাইনের খোড়াখুড়ির জন্যেই এই চরম খারাপ অবস্থা হয়েছে রাস্তার।
advertisement
আরও পড়ুনঃ খোলা ময়দানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খালি গলায় গাইলেন গান
হাটগাছা এলাকার বাসিন্দা প্রবীর মণ্ডল বলেন, কেষ্টপুর এলাকায় আমার একটি ছোট দোকান আছে।এখান থেকে বাসে করে ওই দোকানে যাতায়াত করতাম।কিন্তু বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছি আমরা।থাকদাড়ি এলাকার বাসিন্দা কলেজ পড়ুয়া রশ্মিতা দাস বলেন, খারাপ রাস্তার জন্য বাস এখন ঘুরপথে যাচ্ছে।অটো ভাড়া যা ছিল এখন তার থেকে বেড়ে গেছে। সবচেয়ে বড় কথা যে কোন সময় গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে।
আরও পড়ুনঃ নৃশংস! বিষ খাইয়ে মারার অভিযোগ ১৪ টি সারমেয়কে!
সমস্যার বিষয়টি নিয়ে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনু মণ্ডল বলেন, এই বেহাল রাস্তা সারানোর মত টাকা পুরনিগমের নেই। এটার জন্য আমরা হিডকোর কাছে দরবার করেছিলাম। হিডকো এই রাস্তার জন্য প্রায় পনের কোটি টাকার টেন্ডার ডেকেছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই রাস্তার কাজ শুরু হবে।
Rudra Narayan Roy