প্রতিদিন শেষে ২৩ টি ওয়ার্ড থেকে প্রায় ১৬ টন বর্জ্য তৈরি হয়। পৌরসভা এলাকায় স্বনির্ভর গোষ্ঠীদের কাজে লাগিয়ে সেইসব বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্য সংগ্রহের কাজে পৌরসভা নির্মল বন্ধু এবং নির্মল সাথীর মেয়েদের ব্যবহার করে। সংগ্রহীত বর্জ্য পৌঁছে যায় বসিরহাটের ময়লাখোলা এলাকায়। সেখানে বিশেষ প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে মেশিনের দ্বারা জৈব সার তৈরি করা হয়।
advertisement
আরও পড়ুন- সংকটের মুখে জীবন-জীবিকা! ইজ্জত কার্ডের দাবি তুলল রেল হকাররা
প্রতিদিন প্রায় ১৬ টন বর্জ্য থেকে ৩ টন জৈব সার তৈরি করা হচ্ছে। তবে এই সংখ্যা পরবর্তীতে আরো বাড়বে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ। উৎপাদিত সার'কে প্যাকেটজাত করা হচ্ছে এক কিলোগ্রাম থেকে কুড়ি কিলোগ্রামের নানান ওজনে।
আরও পড়ুন- মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে মালদহে এল যুবক! কারণ জানলে অবাক হবেন
বর্জ্য থেকে তৈরি সার বাজারে তৈরি সার কম দামে বিক্রি করছে বসিরহাট পৌরসভা। এই সার মূলত নার্সারি ও বিভিন্ন মেলায় বিক্রি করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বর্জ্যের পুনঃ ব্যবহারের পাশাপাশি কর্মসংস্থানও হচ্ছে।বর্জ্যের ব্যবহারের এক নতুন দিশা দেখাল বসিরহাট পৌরসভা।
জুলফিকার মোল্লা