North 24 Parganas News: সংকটের মুখে জীবন-জীবিকা! ইজ্জত কার্ডের দাবি তুলল রেল হকাররা

Last Updated:

শিয়ালদহ হাসনাবাদ লোকালে  ইজ্জত কার্ডের দাবি তুলল রেল হকাররা।২০০৯ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে রেলমন্ত্রী  ছিলেন সেই সময় রেলে গরীব দুঃস্থ হকারদের জন্য ২৫ টাকার ইজ্জত কার্ড চালু করেছিলেন। তারপর অদৃশ্যের কারণে সেই ইজ্জত কার্ড তুলে দেয় কেন্দ্র।

রেল হকারদের দাবি ইজ্জত কার্ড ফেরানোর
রেল হকারদের দাবি ইজ্জত কার্ড ফেরানোর
উত্তর ২৪ পরগনা: শিয়ালদহ হাসনাবাদ লোকালে ইজ্জত কার্ডের দাবি তুলল রেল হকাররা। তৃণমূল সারা বাংলা রেল হকার ইউনিয়নের পক্ষ থেকে ৬০০ জন রেলের নতুন হকারের পরিচয় পত্র দেওয়া হলো। উত্তর ২৪ পরগনার বসিরহাট হাসনাবাদ ও শিয়ালদহ আপ এবং ডাউনের রেল হকারের সংখ্যা প্রায় ৬০০ জন।
ফের নতুন করে এদিন ৬০০ জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে। তৃণমূল সারা বাংলা রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে তাদের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হয়েছে । শ্রমিক সংগঠন পক্ষ থেকে এদিন ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত যারা ট্রেনে হকারি করবে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে তাদের রেল হকারের পরিচয় পত্র দেওয়া হয়েছে।
advertisement
advertisement
তাদের দাবিপুনরায় খুব দ্রুত ২৫ টাকার রেলের ইজ্জত কার্ড কেন্দ্রীয় সরকার অনুমোদন দিক। ২০০৯ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে রেলমন্ত্রী  ছিলেন সেই সময় রেলে গরীব দুঃস্থ হকারদের জন্য ২৫ টাকার ইজ্জত কার্ড চালু করেছিলেন। তারপর অদৃশ্যের কারণে সেই ইজ্জত কার্ড তুলে দেয় কেন্দ্র। যার ফলে বিপাকে পড়ে কলেজের পড়ুয়া থেকে গরিব মানুষ এবং বিশেষ করে হকাররা।
advertisement
যেসব হকাররা প্রতিদিন শিয়ালদহ হাসনাবাদ লোকালে ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করে তাদেরই এখন জীবন জীবিকা রুজি-রোজগার গভীর সংকটের মুখে। তারা চাইছে দ্রুত ইজ্জত কার্ড ফিরে আসুক তাহলে তারা আগের মতো  জীবন যাপন করতে পারবে। পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সংসারও একটু ভাল চলবে।
advertisement
এদিন বসিরহাট রেলস্টেশন চত্বরে বসিরহাট মহকুমার আইএনটিটিিউসির সভাপতি কৌশিক দত্ত ও সহ-সভাপতি বাবুলাল সাধুখাঁর  উদ্যোগে ৬০০ জন নতুন হকারকে হকারি করার পরিচয় পত্র তুলে দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সংকটের মুখে জীবন-জীবিকা! ইজ্জত কার্ডের দাবি তুলল রেল হকাররা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement