Malda News: মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে মালদহে এল যুবক! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

মাটি সংরক্ষণের জন্য মানুষকে সচেতন করা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে মাটি সংরক্ষণের বার্তা দিতেই ভারত ভ্রমণে এক যুবক। মধ্যপ্রদেশের বাসিন্দা শৈলেন্দ্র যাদব সাইকেল নিয়েই গোটা দেশ ভ্রমণ করে মাটি সংরক্ষণের বার্তা দিচ্ছেন।

+
বিশেষ

বিশেষ বার্তা দিতে মালদহে এল মধ্যপ্রদেশের যুবক

মালদহ: প্রতিনিয়ত মাটিতে মিশছে প্লাস্টিকের মত কঠিন বর্জ্য। সচেতনতার অভাব থাকায় অনেকেই মাটিতে নিয়মিত প্লাস্টিক ফেলছেন। আবার চাষের জমিতেই অবাধ রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে। এতে কৃষি জমির উর্বরতা শক্তি সাময়িক ভাবে বৃদ্ধি পেলেও আসলে মাটির উর্বরতা হ্রাস পায় ক্রমশ। অবৈধ ভাবে মাটি কেটে ফেলা হচ্ছে। এতে বিভিন্ন ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
পরিবেশের ভারসাম্য থেকে বাস্তুতন্ত্র রক্ষা সবটার জন্য প্রয়োজন মাটি সংরক্ষণ। এই মাটি সংরক্ষণের জন্য মানুষকে সচেতন করা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে মাটি সংরক্ষণের বার্তা দিতেই ভারত ভ্রমণে এক যুবক। মধ্যপ্রদেশের বাসিন্দা শৈলেন্দ্র যাদব সাইকেল নিয়েই গোটা দেশ ভ্রমণ করে মাটি সংরক্ষণের বার্তা দিচ্ছেন।
advertisement
advertisement
২৬ মার্চ ২০২২ সালে তামিলনাড়ু থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন । ইতিমধ্যে দেশের ১৯ টি রাজ্য ঘুরে ফেলেছেন। রবিবার সন্ধ্যায় মালদহে এসে পৌঁছান।মালদহে তাঁকে কয়েকজন সমাজকর্মী তাঁকে সংবর্ধনা দেন। সোমবার মালদহ থেকে সাইকেল নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্য যাত্রা করেন তিনি।
advertisement
মাটি সংরক্ষণের বার্তা নিয়ে প্রায় ৩০ হাজার কিলোমিটার অতিক্রম করে লন্ডন থেকে ভারতে পৌঁছেছিলেন এক বিদেশি। তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়ে সাইকেল চালিয়ে সারা ভারত ঘুরে মাটি বাঁচানোর বার্তা দেওয়ার পরিকল্পনা নেন শৈলন্দ্র। ২০২২ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করেন বছরের ২৫  যুবক শৈলেন্দ্র যাদব।
সাধারণ মানুষের কাছে মাটি সংরক্ষণের এই বার্তা পৌঁছে দিতে তিনি সংকল্প নেন সাইকেল চালিয়ে ভারত ভ্রমণের। ইতিমধ্যে তিনি ১৯ টি রাজ্য ভ্রমণ করেছেন। সোমবার মালদহ শহর হয়ে শিলিগুড়ির পথে যাত্রা করেন। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন মাটি বাঁচানোর। মাটি ভালো থাকলে ভালো ফসল হবে। আগামী প্রজন্ম ভালোভাবে বাঁচতে পারবে। তাই এই বার্তা নিয়ে তিনি শুরু করেছেন ভারত ভ্রমণ।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে মালদহে এল যুবক! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement